আমেরিকা-ফ্রান্স-থাইল্যান্ড, রামলালার প্রাণপ্রতিষ্ঠানে বিশ্বজুড়ে উন্মাদনা! টাইমস স্কোয়্যারে “জয় শ্রীরাম” ধ্বনি

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে মহাসমারোহে উদ্বোধন হয়ে গেল অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। যে মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছিলেন ভক্তরা এবার সেই মন্দিরেই সম্পন্ন হল রামলালার প্রাণপ্রতিষ্ঠা। এমতাবস্থায়, রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে শুধুমাত্র যে আমাদের দেশেই উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু নয়। বরং, বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক দেশে এই একই উন্মাদনা দেখা গেল। যার মধ্যে রয়েছে আমেরিকা থেকে শুরু করে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের রাম মন্দির উদ্বোধনের দিনই নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে খোঁজ মিলল এক টুকরো ভারতের। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে সেখানে শাঁখ বাজার পাশাপাশি ঘন ঘন “জয় শ্রীরাম” ধ্বনিও শোনা গিয়েছে। পাশাপাশি ভারতের পড়শি দেশ তথা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে রামায়ণের সাথে। তাই, ওই দেশেও এদিন চরম উদ্দীপনা পরিলক্ষিত হয়।

The inauguration of the Ayodhya Ram Mandir was celebrated around the world

এর পাশাপাশি ইন্দোনেশিয়া মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও সেখানকার হিন্দু সম্প্রদায় মেতে উঠেছে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়ে। এছাড়াও, নেপাল এবং থাইল্যান্ডেও একই চিত্র দেখা গিয়েছে। অর্থাৎ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ মেতে উঠেছেন রাম মন্দির উদ্বোধনের আনন্দে।

আরও পড়ুন: ভারতেই রয়েছে বিপুল সোনার ভাণ্ডার! পরিসংখ্যানে হেরে গেল ব্রিটেন-আরবও, সামনে এল বড় তথ্য

প্রসঙ্গত উল্লেখ্য যে, আমেরিকার অন্যতম গ্ল্যামারাস এবং ধন-সম্পদের শহর নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র হল টাইমস স্কোয়্যার। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানটি টাইমস স্কোয়্যারে সরাসরি সম্প্রচারিত করা হবে। এছাড়াও, বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসেও এই অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি সামনে এসেছিল।

আরও পড়ুন: ৫০০ বছর আগে রাম মন্দির ভেঙেছিলেন মীর বাকি! তাঁর যা পরিণতি করেছিলেন এই রানি, শুনে গর্ব হবে

তাই, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার সকাল থেকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে “জয় শ্রীরাম” ধ্বনি সহ শঙ্খধ্বনি শোনা যায়। পাশাপাশি, জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হয় রামমন্দির উদ্বোধনের চিত্রও। এদিকে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান তথা রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে কানাডা থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, মরিশাস এবং ফ্রান্সেও। পাশাপাশি বিভিন্ন, কর্মসূচিও পালন করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর