দেশজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবের কারণে ভারত সরকারের তরফে গোটা ভারতবর্ষের লকডাউন ঘোষণা করা হয়েছে আগামী 15 ই এপ্রিল পর্যন্ত, সেই কারণে এই মুহূর্তে ভারতের প্রত্যেকটি রাজ্যে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন জাতীয় দলের হয়ে খেলা ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার ঋষি ধওয়ান। সেই কারণে তাকে জরিমানা দিতে হল।
হিমাচল প্রদেশে থাকেন তিনি। হিমাচল প্রদেশ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল সকাল 10 টা থেকে দুপুর একটা পর্যন্ত রাস্তায় বের হওয়া যাবে। সেই নিয়ম মেনেই ওই সময়ের মধ্যেই রাস্তায় বের হয়েছিলেন ঋষি ধওয়ান। কিন্তু নিয়ম মেনে রাস্তায় বেরোলেও তার কাছে ছিল না ‘ভেহিকল পাশ’। আর সেই কারণেই নিয়ম ভঙ্গ করার জন্য 500 টাকা জরিমানা দিতে হল তাকে। জানা গিয়েছে ঋষি ধওয়ান ব্যাংকে যাওয়ার জন্যই গাড়ি নিয়ে রাস্তার মধ্যে বের হয়েছিলেন।
ঋষি ধওয়ানের ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল 2016 সালে, তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু কোনো ভাবেই তিনি নজর কাড়তে পারেননি। সেই কারণে আন্তর্জাতিক দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবে এই মুহূর্তে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। এছাড়াও আইপিএল খেলছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স তিনটি দলের হয়েই খেলেছেন এই ভারতীয় অলরাউন্ডার।