বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং ইংল্যান্ড (England)। ওই ম্যাচটি আগামী ২৭ জুন গায়ানায় রাত ৮ টা থেকে শুরু হবে। এদিকে, এর আগেও ২০২২ সালের T20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, চলতি বছরে সেই পরাজয়ের বদলা নিতে চাইবেন রোহিতরা। এদিকে, ২০২৪ সালের T20 বিশ্বকাপের জন্য বর্তমান ভারতীয় দলের স্কোয়াডে এমন ৪ জন খেলোয়াড় রয়েছেন, যাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
শিবম দুবের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত: জানিয়ে রাখি যে, যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাঁরা ২০২৪ সালের T20 বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডের অংশ। এর মধ্যে সিরাজ প্রথম দিকে কিছু ম্যাচে সুযোগ পেলেও ইংল্যান্ডের বিরদ্ধে প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয় কুলদীপ যাদবকে।
এদিকে, শিবম দুবে ২০২৪ সালের T20 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলে মোট ১০৬ রান করেছেন। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় প্রতিটি ম্যাচেই তাঁর প্রতি আস্থা রেখেছেন। শিবম বোলিংও করতে পারেন। এমতাবস্থায়, সেমিফাইনাল ম্যাচে তাঁর খেলা প্রায় নিশ্চিত মনে হচ্ছে। অর্থাৎ, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো T20 ম্যাচ খেলতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনের সেমিফাইনালে সুযোগ পাওয়া কঠিন।
আরও পড়ুন: বিশ্বকাপে সেমিফাইনালের আগেই এল “খারাপ খবর”! বিরাট ধাক্কা পেল ভারত
শিবম দুবে ভারতীয় দলের হয়ে কতগুলি T20 ম্যাচ খেলেছেন: জানিয়ে রাখি যে, শিবম দুবে ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে তাঁর T20 অভিষেক করেছিলেন। এরপর খারাপ ফর্মের কারণে তিনি জাতীয় দলে খুব একটা সুযোগ পাননি। কিন্তু IPL-এ, তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফর্ম করেন এবং জাতীয় দলে ফের সুযোগ পান। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ২৭ টি T20 ম্যাচে ৩৮২ রান করেছেন এবং ৩ টি উইকেট হাসিল করেছেন।
আরও পড়ুন: বন্দে ভারতের গতিতে “ব্রেক”! কম স্পিডে চলবে ট্রেন! এই কারণে বড় সিদ্ধান্ত রেলের
ভারত এবং ইংল্যান্ডের হেড টু হেড রেকর্ড: জানিয়ে রাখি যে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৩ টি T20 ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ভারতীয় দল ১২ বার জিতেছে এবং ইংল্যান্ড জিতেছে ১১ বার। অন্যদিকে, T20 বিশ্বকাপে এই দুই দলের মধ্যে মোট ৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২ টিতে এবং ইংল্যান্ড জিতেছে ২ টিতে। অর্থাৎ, এই দুই দলের মধ্যে কড়া টক্কর পরিলক্ষিত হয়েছে।