বিরাট কোহলি এবং ভিভ রিচার্ডসনের ব্যাটিং স্টাইলের মধ্যে তুলনা টানলেন প্রাপ্তন ভারত অধিনায়ক।

বর্তমান আধুনিক ক্রিকেটে প্রায় দিনই ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে তুলনা হয়ে থাকে অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথের। কিন্তু এবার প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার বিরাট কোহলির সাথে সরাসরি তুলনা টানলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসনের। প্রাপ্তন এই ভারত ওপেনার দাবি করলেন অসম্ভব মিল পাওয়া যায় বিরাট কোহলি এবং ভিভ রিচার্ডসনের ব্যাটিং স্টাইলে।

সুনীল গাভাস্কারের মতে বিরাট কোহলিকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান করে তুলতে সাহায্য করেছে কোহলির সাবলীল ব্যাটিং এবং সঠিক শট নির্বাচন। ঠিক এই একই ভাবে একই গতিতে ক্রিজে ব্যাটিং করে যেতেন ভিভ রিচার্ডসন। রিচার্ডসন যখন ব্যাটিং করতেন তখন তাকে থামিয়ে রাখা মুশকিল হয়ে যেত বোলারদের পক্ষে।

108615027407bb2c8231b23648a482c9468175cdeba0e367bb15a2275d141cb78c00be8f4

বিরাট কোহলির ব্যাটিং স্টাইল এর তুলনা টেনে সুনীল গাভাস্কার বলেন একই লাইনের একটি বল বিরাট কোহলি কখনো টপ হ্যান্ডে কভার এরিয়া দিয়ে বাউন্ডারি মারেন আবার কখনো বটম হ্যান্ডে খেলে সুন্দরভাবে মিড অন কিংবা মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি মারেন। আর সেই কারণে বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। এই একই স্টাইলে ব্যাটিং করতেন ভিভ রিচার্ডসন।

Udayan Biswas

সম্পর্কিত খবর