বিশ্বকাপ খেলা এই ভারতীয় ক্রিকেটার IPL-র প্রথম ম্যাচে ব্যাট হাতে নেমেই করে ফেললেন লজ্জার রেকর্ড

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেকটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ক্রিকেটে নতুন নতুন রেকর্ড করার। ক্রিকেটের বিভিন্ন বড় বড় রেকর্ড নিজের নামে করার স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলেন অনেক ক্রিকেটার। তবে ক্রিকেটের এমন বেশ কিছু রেকর্ড রয়েছে সেগুলি আর কোন ক্রিকেটারের পক্ষে ভাঙ্গা সম্ভব নয়। আবার এমন কিছু লজ্জার রেকর্ড রয়েছে যেগুলি কোন ক্রিকেটারই কখনো নিজের নামে করতে চাইবেন না। আর এমনই কিছু রেকর্ড নিজের নামে করে ফেললেন বিশ্বকাপ খেলা ভারতের বিজয় শংকর।

সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ভারতীয় ব্যাটসম্যান হলেন বিজয় শংকর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলা এই ভারতীয় ব্যাটসম্যানের নামের পাশেই রয়েছে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। বিজয় শংকরই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি সবথেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন।

আর এবার ফের নিজের সেই পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন বিজয় শংকর। আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচেই নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন করে রেকর্ড তৈরি করলেন বিজয় শংকর। ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলার যুজবেন্দ্র চাহাল এর প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিজয় শংকর। সেইসঙ্গে নিজের পুরোনো রেকর্ড ভেঙ্গে সবথেকে বেশি বার শূন্য রানে আউট হওয়া ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবার শীর্ষে উঠে এলেন বিজয় শংকর।

X