বাংলা হান্ট ডেস্ক: MIRV প্রযুক্তিতে সজ্জিত ভারতের (India) অগ্নি-V (Agni-V) মিসাইলের ফ্লাইট টেস্ট এবার চিনের (China) ঘুম উড়িয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে যে কয়েকটি দেশে এই প্রযুক্তি রয়েছে সেগুলির মধ্যে এবার ভারত যোগ দিয়েছে। “মিশন দিব্যাস্ত্র”-র অধীনে অগ্নি-V ক্ষেপণাস্ত্রের ফ্লাইট টেস্টের তথ্য দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমতাবস্থায়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation, DRDO) এই বিশেষ কৃতিত্বে দেশ যখন গর্ববোধ করছে, তখন শত্রুরা রীতিমতো ভয় পাচ্ছে। বিশেষ করে চিন-পাকিস্তান এই তালিকায় রয়েছে।
গত সোমবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী মোদী এক্স (পূর্বে টুইটার) মাধ্যমে একটি পোস্টে DRDO-র বিজ্ঞানীদের প্রশংসা করেছেন। ওই একই পোস্টকে উদ্ধৃত করে, চিনে ভারতীয় দূতাবাস শুধু একটি শব্দ লিখেছে, “দিব্যাস্ত্র”। আর সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে। পাশাপাশি,ভারতীয় ব্যবহারকারীরা বলেছেন, ভারতীয় দূতাবাসের এই পোস্ট আসলে চিনকে নিরাপদে থাকার বার্তা! উল্লেখ্য যে, অগ্নি-V মিসাইলের রেঞ্জ ৫,০০০ কিলোমিটারের বেশি। তার মানে চিন এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে রয়েছে।
উল্লেখ্য যে, MIRV মানে হল মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিক্যাল। এই প্রযুক্তির মাধ্যমে একটি মিসাইল থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপ করা যায়। এর পাশাপাশি প্রতিটি ওয়ারহেডকে বিভিন্ন গতিতে বিভিন্ন দিকে যাওয়ার জন্য প্রোগ্রাম করা যেতে পারে। অর্থাৎ MIRV প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-V মিসাইল একে অপরের থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
#divyastra https://t.co/aP90vx32cI
— India in China (@EOIBeijing) March 11, 2024
একটি পোস্টেই হল বাজিমাত: চিনে ভারতীয় দূতাবাস সোমবার সন্ধ্যা ৭.০৮ মিনিটে তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল @EOIBijing-এ এই বিষয়ে একটি পোস্ট করেছে। যেটির পরিপ্রেক্ষিতে অনেক ব্যবহারকারী এটিকে “চিনের প্রতি ভারতের বার্তা” হিসেবে দেখছেন। এই বিষয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, “বেইজিং, মস্কো, ইস্তাম্বুল… সবই এখন রাডারে।” আরেক ব্যবহারকারী লিখেছেন, “অবশেষে এখন ভারত চিন যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিচ্ছে।”
আরও পড়ুন: চূড়ান্ত হল নাম! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলবেন এই ১২ জন
পরীক্ষায় নজর ছিল চিনের: অগ্নি-V এর মাধ্যমে প্রায় পুরো চিনকে টার্গেট করা যাবে। MIRV-সজ্জিত অগ্নি-V-এর ফ্লাইট টেস্টের কয়েক সপ্তাহ আগে, চিন ভারতের উপকূলের কাছে একটি রিসার্চ জাহাজ পাঠিয়েছিল। এমতাবস্থায়, ওড়িশার উপকূলে ডক্টর আব্দুল কালাম দ্বীপে পরিচালিত এই পরীক্ষাটির ওপর নজর রাখতেই বেইজিং এটি করেছে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত, চিন ছাড়াও, শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকার MIRV প্রযুক্তিতে সজ্জিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে।
আরও পড়ুন: ষাঁড়ের সাথে সংঘর্ষ বন্দে ভারতের! ক্ষতিগ্রস্ত ট্রেনের সামনের অংশ, ঘটল বড় দুর্ঘটনা
উল্লেখ্য যে, গত ৭ মার্চ ভারত তার প্রতিবেশী দেশগুলিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিল। কোনো ক্ষেপণাস্ত্র বা রকেট পরীক্ষা করার আগে, প্রতিবেশীদের কাছে NOTAM অর্থাৎ নোটিশ টু এয়ার মিশন জারি করা বাধ্যতামূলক। এদিকে, চিনের “গুপ্তচর” জাহাজ পুরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখে থাকতে পারে। যদিও চিন বলেছে যে এই জাহাজগুলি শুধুমাত্র গবেষণার জন্য, তবে ভারতের পাশাপাশি কিছু পশ্চিমী দেশ এই দাবিকে বিশ্বাস করে না।