সবচেয়ে কম বয়সী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন এই ভারতীয় আম্পায়ার।

দীর্ঘদিন ধরে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে সফলভাবে ম্যাচ পরিচালনা করার পর এবার ভারতীয় আম্পায়ার নীতিন মেনন সরাসরি নির্বাচিত হলেন আইসিসির এলিট প্যানেলে। তৃতীয় ভারতীয় আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন 36 বছর বয়সী নীতিন মেনন।

নীতিন মেনন এখনো পর্যন্ত 16 টি টিটোয়েন্টি, 24 টি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। এবং প্রত্যেকটি ম্যাচ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করার কারণেই এত কম বয়সে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন ভারতের নীতিন মেনন।

2208566145864cb61a9f90a71b6a6fc769c64c9955116e4b1c819191b33f1142d8f9a69a3

ইংল্যান্ডের আম্পায়ার নাইজেল লংকে হারিয়ে নতুন নজির গড়লেন ভারতের নীতিন মেনন। সবচেয়ে কম বয়সী আম্পায়ার হিসাবে তিনি আইসিসির এলিট প্যানেলের সাথে যুক্ত হলেন। আইসিসির 2020-21 মরশুমের জন্য আম্পায়ার নীতির মেননকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

Udayan Biswas

সম্পর্কিত খবর