দেশজুড়ে করোনা আবহের মধ্যেই জামিন পেয়ে গেলেন এই কুখ্যাত ক্রিকেট জুয়াড়ি।

কুড়ি বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘদিন তার বিচার চলছে, কয়েকদিন আগে তার বিচার করবার জন্য তাকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসা হয়। সেই কুখ্যাত মোস্ট ওয়ান্টেড ক্রিকেট বুকি হচ্ছেন সঞ্জীব চাওলা। ফেব্রুয়ারি মাসে তাকে ভারতে নিয়ে আসার পর থেকেই কার্যত করোনা ভাইরাসে বিধ্বস্ত হতে শুরু করেছিল গোটা বিশ্ব। আর এই করোনা ভাইরাসই তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ালো। ভারতে আসার পর বারবার তিনি জামিনের আবেদন করছিলেন কিন্তু কিছুতেই সেটা মঞ্জুর হচ্ছিল না। অবশেষে জামিন পেয়ে গেলেন কুখ্যাত ক্রিকেট জুয়াড়ি সঞ্জীব চাওলা।

2000 সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল সঞ্জীব চাওলার বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘদিন তার বিচার চলছিল। তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ব্রিটেন থেকে ফেব্রুয়ারি মাসে ভারতে নিয়ে আসা হয়। তারপর থেকে তিনি ভারতীয় জেলেই ছিলেন কিন্তু এই করোনা আবহের মধ্যে তিনি জামিন পেয়ে গেলেন। তবে তিনি দেশ ছাড়তে পারবেন না এই শর্তে জামিন পেয়েছেন।

160744279d956c00b34b95b769ef72429b05160796435c95794f56bd62fef852c57019b92

2000 সালের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন সঞ্জীব চাওলা। তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে একটি স্বীকারত্তিতে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে সঞ্জীব চাওলা তাকে ম্যাচ ফিক্সিং করতে বাধ্য করেছিলেন এবং সঞ্জীব চাওলার হাত ধরে তিনি ম্যাচ ফিক্সিং করেছেন। আর তারপর থেকে সঞ্জীব চওলার বিরুদ্ধে তদন্ত চলছিল। কিন্তু হঠাৎই মাস দুয়েক আগে বিমান দুর্ঘটনায় মারা যান হ্যান্সি ক্রনি, তারপরে তদন্ত কিছুটা আলগা হয়ে যায়। কিন্তু ফের সঞ্জীব চাওলার বিরুদ্ধে তদন্ত করার জন্য তাকে ভারতে আনা হয় ফেব্রুয়ারি মাসে। কিন্তু এই মুহূর্তের করোনা ভাইরাসের জন্য তিনি শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর