প্রকৃত ভক্তরা ভালোবাসা ছড়ায়, আর জিহাদিরা ঈশ্বরকে খুশি করতে মন্দির ধ্বংস করে: তুলসী গাবার্ড, প্রাক্তন মার্কিন প্রতিনিধি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সময়ে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় গর্জে উঠেছে সুদূর মার্কিন মুলুকও। বাংলাদেশের ঘটনায় এবার সরব হলেন প্রাক্তন মার্কিন কংগ্রেস সদস্য তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। হামলাকারীদের সরাসরি ‘জিহাদি’ বলে আক্রমণও করলেন তিনি।

দিনটা ছিল দুর্গা অষ্টমী। বাংলার মত বাংলাদেশেও চলছিল মা দুর্গার আরাধনা। এরই মধ্যে একটি খবর দাবানলের মত চারিদিকে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, কুমিল্লার নানুয়ার দিঘীর পাড় পুজো মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে কোরান রাখা হয়েছে। আর কোরান অবমাননার দায়ে তোলপাড় শুরু হয়।

এমন অভিযোগের ভিত্তিতে কুমিল্লা সহ দেশের বেশ কয়েকটি জেলায় দুর্গা মণ্ডপে হামলা করে ভেঙে দেওয়া হয় মাতৃ প্রতিমা, ভেঙে দেওয়া হয় প্যান্ডেলও। সেইসঙ্গে পদ্মাপারের চাঁদপুরের হাজীগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলতে থাকে। নোয়াখালীর বেগমগঞ্জে, রংপুরের পীরগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাট ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ হারান বহু মানুষ। সেইসঙ্গে হামলা চালানো হয় বাংলাদেশের নোয়াখালির ইসকনের মন্দিরেও। মারা যান এক সদস্য।

বাংলাদেশের এমন হিংসাত্মক ঘটনার প্রতিবাদে ভিডিওবার্তায় নিন্দা প্রকাশ করেন তুলসী গাবার্ড। তিনি বলেন, ‘বাংলাদেশের মন্দিরে ভক্তদের উপর এই ঘৃণা এবং হিংসার ঘটনা দেখে আমি ব্যথিত। ভগবানকে খুশি করতে, মন্দিরকে পুড়িয়ে ধ্বংস করতে হবে- এমনটা মনে করে জিহাদিরা। প্রভুপাদের মূর্তির উপর জেহাদিদের আক্রমণ বুঝিয়ে দেয়, তারা ঈশ্বর থেকে কতটা দূরে রয়েছে। প্রকৃত ভক্তরা হিংসা নয়, ভালোবাসা ছড়িয়ে দেন সর্বত্র। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারকে এই জেহাদিদের ঘৃণার হাতে থেকে সেদেশের সংখ্যালঘু হিন্দু, খৃষ্ট্রান ও বৌদ্ধদের নিরাপত্তা দিতে হবে’।

X