বাংলা হান্ট ডেস্ক: ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার (Unilever) তাদের খরচ কমাতে একটি নতুন কার্যক্রম চালু করার ঘোষণা করেছে। এই প্রসঙ্গে ইউনিলিভার জানিয়েছে যে, এই কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী ওই কোম্পানির প্রায় ৭,৫০০ কর্মী তাঁদের চাকরি হারাতে পারেন। মূলত, ইউনিলিভার তার আইসক্রিম ইউনিটকে আলাদা করে একটি নতুন কোম্পানি গঠনের ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ইউনিলিভার ম্যাগনাম এবং বেন অ্যান্ড জেরির মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড তৈরি করেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ-তালিকাভুক্ত সংস্থাটি বলেছে যে আইসক্রিম ব্যবসার ডিমার্জার দ্রুত শুরু হবে এবং ২০২৫ সালের শেষ নাগাদ এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এমতাবস্থায়, ইউনিলিভার এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানি আশা করে ডিমার্জার এটিকে মধ্য-সিঙ্গেল ডিজিটের বিক্রয় বৃদ্ধি এবং এর মার্জিনে উন্নতি করতে সাহায্য করবে। ইউনিলিভার জানিয়েছে, ডিমার্জারের পরে এটি একটি “সহজ এবং আরও মনোযোগী কোম্পানি” হয়ে উঠবে।
ইউনিলিভার বিবৃতিতে আরও জানিয়েছে, এটি আগামী ৩ বছরে প্রায় ৮০০ মিলিয়ন ইউরোর (৮৬৯ মিলিয়ন ডলার) মোট খরচ সঞ্চয় অর্জনের জন্য একটি কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমটি বিশ্বব্যাপী কোম্পানির প্রায় ৭,৫০০ পদকে প্রভাবিত করবে বলে অনুমান করা হচ্ছে। যেটি হল ইউনিলিভারের মোট কর্মীর প্রায় ১.২ শতাংশ।
আরও পড়ুন: চিন-পাকিস্তানের খেলা শেষ! প্রস্তুত ভারতীয় সেনাবাহিনীর STEAG ইউনিট, যুদ্ধক্ষেত্রে হবে ধামাকা
এদিকে, ইউনিলিভারের ভারতীয় ইউনিট, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের শেয়ার NSE-তে ২ শতাংশেরও বেশি পতনের সাথে ২,২৫৩.১৫ টাকায় লেনদেন করছে। গত ১ মাসে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৬৬ শতাংশ। অপরদিকে, গত ৬ মাসে এর শেয়ারের দাম কমেছে ৮.৭৫ শতাংশ। যেখানে গত ১ বছরে কোম্পানিটির শেয়ার প্রায় ১০.৩৪ শতাংশ কমেছে।
আরও পড়ুন: Jio-Airtel-এর উড়বে ঘুম! এবার 5G ইন্টারনেট আনছেন আদানি? সামনে এল রিপোর্ট
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে হিন্দুস্তান ইউনিলিভারের (HUL) ডিসেম্বর ত্রৈমাসিকে স্ট্যান্ডঅ্যালোন নিট মুনাফা দাঁড়িয়েছে ২,৫১৯ কোটি টাকা। এটি ১ বছর আগের একই ত্রৈমাসিকে থাকা ২,৫০৫ কোটি টাকার নিট মুনাফার চেয়ে ০.৫৫ শতাংশ বেশি। এদিকে, ত্রৈমাসিক ভিত্তিতে এর মুনাফায় ৭.২৭ শতাংশ পতন হয়েছে। কারণ এটি সেপ্টেম্বর ত্রৈমাসিকে ২,৭১৭ কোটি টাকার মুনাফা অর্জন করেছিল। উল্লেখ্য যে, কোম্পানির মোট আয় ডিসেম্বর ত্রৈমাসিকে ০.৩৮ শতাংশ কমে ১৪,৯২৮ কোটি টাকা হয়েছে। যা এক বছর আগের একই ত্রৈমাসিকে ১৪,৯৮৬ কোটি টাকা ছিল।