বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রামণের কারনে ইতিমধ্যে লকডাউনে গোটা দেশ। ক্ষতিগ্রস্থ গুরুত্বপূর্ণ অনেক পরিষেবা।বাদ যাচ্ছেন না বিচারপ্রার্থীরাও। তবে এবার আর সমস্যায় পড়তে হবে না
বলে জানাল হাইকোর্ট। এবার স্কাইপেই হবে মামলার রায় সিদ্ধান্ত হাইকোর্ট এর। করোনা সংক্রমণের ভয়ে আদালতে দাঁড়িয়ে নয় জরুরি মামলা সেরে ফেলতে পারবেন আইনজীবীরা স্কাইপেই। পাশাপাশি নিরাপদ জায়গায় বসে বিচার করবেন বিচারপতিরা।
শনিবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির তরফে এক নির্দেশিকা জারি করে জানান, স্কাইপির মাধ্যমে আইনজীবী ও বিচারপতিদের মধ্যে যোগাযোগ রেখে বিচারকার্য চালিয়ে যাবে কোর্ট। যার ফলে বিচার পদ্ধতি সম্পূর্ণ থেমে যাবে না।
প্রসঙ্গত, করোনার কারণে 9 এপ্রিল পর্যন্ত বন্ধ কলকাতা হাইকোর্ট। 25 মার্চ থেকে 9 এপ্রিল কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। এরমধ্যে পয়লা এপ্রিল ও ৮ এপ্রিল কয়েকটি জরুরি মামলার শুনানি হবে। ডিভিশন বেঞ্চ এ মামলাগুলো শুনানি করবেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি দীপঙ্কর দত্ত। এছাড়াও খোলা থাকবে বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায় ও বিচারপতি আইপি মুখোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ।
তার আগে করোনার জন্য বাড়ি থেকে কর্মীদের কাজ করার নির্দেশ পাঠানো হয়েছে। গোটা হাইকোর্ট চত্বরে হয়েছে সাফাই পর্ব। অর্ধেক বা তারও কম কর্মী নিয়ে কাজ চলছিল আদালতের ৷ কর্মী সংখ্যা কম থাকলে আদালতের কাজের ক্ষতিও হয়েছে৷