কোনো মিথ‍্যে ঘটনা দেখানো হয়েছে প্রমাণ করতে পারলে সিনেমা বানানো ছেড়ে দেব: ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক শেষ হওয়ার নাম নেই ‘দ‍্য কাশ্মীর ফাইলস’কে (The Kashmir Files) ঘিরে। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ছবিটিকে সম্প্রতি ‘অশ্লীল, প্রোপাগান্ডা’ বলে কটাক্ষ করেছেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। ৫৩ তম ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যাল অফ ইন্ডিয়ার শেষ দিনে জুরি প্রধান এমন বিষ্ফোরক মন্তব‍্য করেন। আর তারপরেই বেড়েছে বিতর্ক।

বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুললেন কাশ্মীর ফাইলস পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মঙ্গলবার তিনি বলেন, যদি বুদ্ধিজীবীরা এবং পরিচালক নাদাভ লাপিড এটা প্রমাণ করতে পারেন যে কাশ্মীর ফাইলসে দেখানো কোনো ঘটনা মিথ‍্যে বা ভুল, তাহলে তিনি ছবি বানানো ছেড়ে দেবেন।

   

Vivek 2
ফিল্ম ফেস্টিভ‍্যালের শেষ দিন জুরি প্রধান ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড সর্বসমক্ষে সমালোচনা করেন বিবেক পরিচালিত ছবির। তিনি বলেন, ‘১৫ তম ছবি, দ‍্য কাশ্মীর ফাইলস দেখে আমরা সকলেই বিরক্ত এবং বিস্মিত। আমাদের মনে হয়েছে এটা একটা প্রোপাগান্ডা, অশ্লীল ছবি, যা এমন একটি সম্মানজনক ফিল্ম ফেস্টিভ‍্যালের শৈল্পিক প্রতিযোগিতার অংশগ্রহণের জন‍্য উপযোগী নয়।’

সঙ্গে তিনি আরো বলেন, মঞ্চে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করায় তাঁর কোনো দ্বিধা নেই কারণ তাঁর মতে, শিল্পের ক্ষেত্রে সমালোচনাও সমান গুরুত্বপূর্ণ। আর ফেস্টিভ‍্যালের আয়োজনও করা হয় সেই কারণেই। ঠিক তার পরের দিনই মুখ খুললেন বিবেক। পালটা চ‍্যালেঞ্জ ছুঁড়ে বললেন, তিনি লড়াই চালিয়ে যাবেন।

একটি ভিডিও বার্তা টুইট করেছেন বিবেক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এই বিশ্বের বুদ্ধিজীবী, ‘আর্বান নক্সাল’ এবং ইজরায়েল থেকে আসা মহান পরিচালককে চ‍্যালেঞ্জ করছি, তারা যদি প্রমাণ করতে পারে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবির কোনো শট, সংলাপ বা ঘটনা সম্পূর্ণ সত‍্য নয়, তাহলে আমি ছবি তৈরি করা ছেড়ে দেব। আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। যত খুশি ফতোয়া জারি করুন, কিন্তু আমি লড়াই চালিয়ে যাব।’

তিনি আরো বলেন, সন্ত্রাসবাদী সংগঠন, আর্বান নক্সাল, টুকরে টুকরে গ‍্যাং যারা দেশটাকে ভাগ করতে চায় তারা এ ধরণের কথা প্রায়ই বলে থাকে। তবে বিবেক বলেন, তাঁর এটা ভেবেই অবাক লাগছে যে ভারত সরকারের আয়োজিত একটি অনুষ্ঠানকেই সন্ত্রাসবাদের সমর্থন করতে করতে ব‍্যবহার করা হল।

ভিডিওটি শেয়ার করে বিবেক আরো লিখেছেন, ‘সন্ত্রাসবাদের সমর্থক এবং গণহত‍্যার অস্বীকারকারীরা কখনোই আমাকে চুপ করিয়ে রাখতে পারবে না। জয় হিন্দ।’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে বিবেকের এই ভিডিও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর