বাংলাহান্ট ডেস্ক: তিন অঙ্কের বাজেট, খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী আর বিভিন্ন অনুষ্ঠান ঘুরে প্রচার করলেই যে ছবি হিট হয় না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বলিউড। কোনো রকম প্রচার, বড় বাজেট ছাড়াই বক্স অফিসকে হাতের মুঠোয় পুরে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। হাতিয়ার শুধু প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অনবদ্য পারফরম্যান্স আর কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের নির্মম সত্য ঘটনা।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। তাও আবার অনেক বিতর্কের পরে। মুক্তির ঠিক আগেই স্থগিতাদেশও জারি হয়েছিল ছবির মুক্তিতে। যদিও কাশ্মীর ফাইলসকে আটকানো যায়নি। তারপরেই ম্যাজিক! মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে দ্য কাশ্মীর ফাইলস।
মুক্তির প্রথম দিনে ৪.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ্যাটা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় অন্যান্য ছবির থেকে দ্য কাশ্মীর ফাইলসের টিকিট বেশি বিক্রি হয়েছে।
প্রথমে অত্যন্ত কম সংখ্যক স্ক্রিন পেয়েছিল এই ছবি। কিন্তু যে পরিমাণে দর্শকদের চাহিদা বাড়ছে তা মাথায় রেখে স্ক্রিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, তৃতীয় দিনে নাকি ২০০০ টি স্ক্রিনে চলেছে দ্য কাশ্মীর ফাইলস। উল্লেখ্য, শুরুটা হয়েছিল কিন্তু ৬৩০ টি স্ক্রিন নিয়ে। প্রচারের অভাব, কম বাজেট, সাধারণ দিনে মুক্তির মতো ঝুঁকি তো ছিলই।
https://www.instagram.com/p/CbEvvxKsw-3/?utm_medium=copy_link
উপরন্তু দ্য কাশ্মীর ফাইলসের প্রতিপক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু তবুও গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ্যাম ও ব্যাটম্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। সবার মুখেই এখন এই ছবিরই নাম।
⭐️ Limited promotions
⭐️ Non-holiday release
⭐️ Mighty opponent [#RadheShyam]
⭐️ Limited screen count [Fri 630+]#TheKashmirFiles emerges triumphant, despite sooo many odds.
🔥 #India screen count on Day 3 [Sun]: 2000
🔥 Will cross *lifetime biz* of #TheTashkentFiles in *3 days*. pic.twitter.com/UF1uZb1gJX— taran adarsh (@taran_adarsh) March 13, 2022
ইতিমধ্যেই তিন বিজেপি শাসিত রাজ্যে দ্য কাশ্মীর ফাইলসের টিকিট করমুক্ত করার কথা ঘোষনা হয়েছে। গত শনিবার প্রথমে হরিয়ানা সরকারের তরফে করমুক্তির কথা ঘোষনা করা হয়। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে গেলে টিকিটের সঙ্গে অতিরিক্ত কর লাগু হবে না। এরপরেই রবিবার পরপর গুজরাট সরকার এবং মধ্য প্রদেশ সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষনা করা হয় টিকিটে করমুক্তির কথা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে লেখেন, ‘১৯৯০ এ কাশ্মীরি হিন্দুদের যন্ত্রণা, সংগ্রাম, শোকের হৃদয় বিদারক বর্ণনা হল দ্য কাশ্মীর ফাইলস। এই ছবিটি সবার দেখা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মধ্যপ্রদেশে ছবিটির টিকিট করমুক্ত করে দেওয়া হবে।’