বাংলাহান্ট ডেস্ক: দিন এগোনোর সঙ্গে সঙ্গে ব্যবসার অঙ্ক বাড়ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর। এক সপ্তাহে ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবি। দশম দিনে পৌঁছাতে পৌঁছাতে ১৫০ কোটিও পেরিয়ে গেল মিঠুন চক্রবর্তী, অনুপম খের অভিনীত ছবি। তথাকথিত ‘সুপারস্টার’ না থাকা সত্ত্বেও ছবি ব্লকবাস্টার হিট। একের পর এক রেকর্ড ভাঙছে কাশ্মীর ফাইলস।
সূত্র বলছে, মুক্তির পর দশম দিনে ২৬.২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, যদি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ বেশ কিছু স্ক্রিন দখল করে না নিত তাহলে একদিনে ৩৫ কোটি টাকার ব্যবসাও করে ফেলতে পারত কাশ্মীর ফাইলস। এখনো পর্যন্ত মোট ১৬৭.৫০ কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি।
ফিল্ম সমালোচকরদের দাবি, চলতি সপ্তাহের শেষে অনায়াসেই ২০০ কোটি টাকা তুলে ফেলতে পারবে দ্য কাশ্মীর ফাইলস। কয়েকশো কোটি টাকা বাজেটের তাবড় তারকাদের নিয়ে তৈরি ছবিও যে কামাল দেখাতে পারে না তা দেখাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এমনকি অনেকের মতে, এই ছবি যদি ৩০০ কোটির মাইলফলকও ছুঁয়ে ফেলে তাহলেও বিশেষ অবাক হওয়ার মতো ব্যাপার থাকবে না।
মাত্র ২০ কোটি টাকা বাজেটের একটি ছবি নূন্যতম প্রচারে যে খেল দেখাচ্ছে বক্স অফিসে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা ইতিহাসের পাতা উলটে সত্যি ঘটনাগুলো বের করে এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া যে নির্মম অত্যাচারের ঘটনাবলী এতদিন সকলের চোখের আড়ালে ছিল তা এখন প্রকাশ্যে। মানুষ শিউড়ে উঠছে ছবি দেখে। সপ্তাহান্তে তো বটেই, অন্যান্য দিনেও কর্মব্যস্ততার ফাঁকে সময় বের করে দ্য কাশ্মীর ফাইলস দেখে আসছেন দর্শকরা।
হাজারো বিতর্ক, সমালোচনার মাঝেও অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই ছবি। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে সেটা। প্রথম দিনে ছবিটি ব্যবসা করেছিল প্রায় সাড়ে তিন কোটি টাকার। পঞ্চম দিনে সেটা দাঁড়ায় ১৮ কোটি টাকায়। আর দশম দিনে মোট ব্যবসা হয়েছে ২৬ কোটি টাকা! প্রতিদিনই ব্যবসার পরিমাণ বাড়ছে। বক্স অফিসে নিত্য নতুন রেকর্ড তৈরি করছে দ্য কাশ্মীর ফাইলস।