সলমন কোন ছাড়, মাথা নোয়ালেন শাহরুখ-ও! ৯ দিনেই ‘পাঠান’কে টপকে গেল ‘দ্য কেরালা স্টোরি’

বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) বিজয়রথ অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। বিতর্কের যাবতীয় বাধা, নিষিদ্ধ ছবির তকমা ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাত্র নয় দিনেই ১০০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে ছবিটি। পেছনে ফেলে গিয়েছে আমির খানের লাল সিং চাড্ডা, সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান-কে। সাম্প্রতিকতম খবর বলছে, শাহরুখ খানের (Shahrukh Khan) ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ও (Pathan) নাকি হেরে গিয়েছে কেরালা স্টোরির সামনে।

চলতি বছরের সবথেকে বড় ব্লকবাস্টার বলা হচ্ছে পাঠানকে। শাহরুখ খানের কামব্যাক ছবি ছিল এটা। দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করানোর পর পাঠানের হাত ধরে বড়পর্দায় ফেরেন কিং খান। চিত্রনাট্য খুব একটা মুগ্ধ করতে না পারলেও দর্শকদের বিচারে এবং বক্স অফিস রিপোর্টে ব্লকবাস্টার তকমা পেয়ে গিয়েছে পাঠান। কিন্তু কেরালা স্টোরি পেছনে ফেলে দিল এই ছবিকেও।

   

pathan earning

না, ব্যবসার পরিমাণের দিক থেকে সেটা সম্ভব হয়নি এখনো। বক্স অফিস রিপোর্ট বলছে, পাঠানের ভারতে মোট আয় ছিল ৫৪৩.২২ কোটি টাকা। ছবির বাজেট ছিল আনুমানিক ২২৫ কোটি টাকা। এতে ছবির লাভ হয়েছিল ২৯৩.২২ টাকা অর্থাৎ প্রায় ১১৭ শতাংশ। আর দ্য কেরালা স্টোরি তৈরি হয়েছে মাত্র ৩০ কোটি টাকায়। মাত্র ১০ দিনেই ছবির ব্যবসার অঙ্ক ১৫০ কোটি ছুঁইছুঁই।

স্বাভাবিক ভাবেই লাভের পরিমাণও অনেকটাই বেশি। এখনি ২৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে লাভ। আগামী দিনে সেটা আরো বাড়বে বই কমবে না। একদিকে যেমন তামিলনাড়ুতে ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলায় নিষিদ্ধ হয়েছে দ্য কেরালা স্টোরি। অন্যদিকে তেমনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে ছবিটিকে।

kerala story 1

এখনো পর্যন্ত এই ব্যবসার অঙ্ক নিয়ে ২০২৩ এর সবথেকে সফল হিন্দি ছবিগুলির মধ্যে তৃতীয় স্থান দখল করেছে দ্য কেরালা স্টোরি। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’, দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। তবে গত বছর মুক্তিপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস এর কালেকশনকে এখনো পেরোতে পারেনি দ্য কেরালা স্টোরি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর