IPL-এর ইতিহাসে সবচেয়ে কম রানের সুপার ওভার, প্রশ্নের মুখে পাঞ্জাবের ব্যাটসম্যান সিলেকশন

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস। এইদিন দুই তরুণ অধিনায়ক কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। অবশেষে দুই তরুণ অধিনায়কের লড়াইয়ে বাজিমাত করলো শ্রেয়স আইয়ার।

এইদিন কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লী ক্যাপিটালস খেলার ফলাফল নির্ধারিত কুড়ি ওভার শেষে টাই হয়। এর ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারের ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে 8 উইকেট হারিয়ে 157 রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিংস ইলেভেন পাঞ্জাব। পরে পাঞ্জাব ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এর দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে ফিরে পাঞ্জাব। তবে পাঞ্জাবের ইনিংসও থেমে যায় 157 রানে। এর ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এবার আইপিএলের এটাই প্রথম সুপার ওভার।

e7o6vB9xyX

তবে সুপার ওভারে প্রথমে ব্যাট করে মাত্র দু’রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে কম রানের সুপার ওভার। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে তারপরই কিছুটা সমালোচনা শোনা যায় পাঞ্জাবের প্লেয়ার সিলেকশন নিয়ে। কারণ এই ম্যাচে দুর্দান্ত 89 রানের ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল তবুও কেন তাকে সুপার ওভারে নামানো হলো না এই নিয়ে উঠেছে প্রশ্ন।


Udayan Biswas

সম্পর্কিত খবর