বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, বের করে আনা হলো পর্যটকদের

বাংলাহান্ট ডেস্কঃ বোমাতঙ্কে বৃহস্পতিবার সকালেই বন্ধ করে দেওয়া হল তাজমহলের (taj mahal) মূল ফটক। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে পাওয়া ফোনকলের উপর ভিত্তি করেই তাড়াহুড়ো করে তাজমহলের ভেতর থেকে পর্যটকদের বের করে দেয় সিআইএসএফ কর্মীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানান তাজমহলের অভ্যন্তরে নাকি বোম রাখা আছে। এই কথা শুনেই চাঞ্চল্য ছড়ায় তাজমহল চত্বরে। সেখানে উপস্থিত সকল পর্যটককে সেখান থেকে বের করে দেয় সিআইএসএফ কর্মীরা।

Taj Mahal

বোম স্কোয়াড, পুলিশি কুকুর দিয়ে তল্লাশিও চালানো হয়।  বিস্ফোরক বিশেষজ্ঞরা সকাল সাড়ে সাতটা নাগাদই সেখানে পৌঁছে যান। প্রথমে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে সন্দেহ তৈরি হলেও, তবে এখনও অবধি কোন বিস্ফোরক বস্তু খুঁজে পায়নি পুলিশ। তবে খবরটি ভুয়ো কিনা, এবং ওই ব্যাগে কিছু আছে কিনা সে বিষয়েও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, প্রথমে ধারণা করা হয়েছিল, আলিগড় থেকে ফোন এসেছে। কিন্তু পরে আবার ফিরোজাবাদ থেকেও ফোন আসার বিষয়ে জানিয়েছে পুলিশকর্মীরা।


Smita Hari

সম্পর্কিত খবর