বিয়ের আট ঘন্টার মধ্যেই ঘটল অঘটন, সন্তানের জন্ম দিল নববধূ

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ে নিয়ে সকলেরই নানান পরিকল্পনা থাকে। বিয়ের পর নতুন বউকে নিয়ে সুখে ঘর করার স্বপ্ন সকলেই দেখে। বিয়ের পর সন্তানের পরিকল্পনা সকলেই করে। কিন্তু বিয়ের রাতেই যদি নতুন বউ সন্তান প্রসব করে, তাহলে সেটা খুবই আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। এমনই এক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাও শহরের সফিপুর এলাকায়। বিয়ের আট ঘণ্টা পরই এক সন্তান প্রসব করল নতুন বউ।

rat
বিয়ের দিন বিয়ের আসরে উপস্থিত সকলে। বিয়ের জন্য তৈরি নব বধূ এবং বর দুজনেই। বিয়ের কাজ সম্পন্নও হয় নির্বিঘ্নে। বিয়ের কাজ সেরে নতুন বউকে রীতি রেওয়াজ মেনে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ির দরজায় হাজির ছিলেন পাত্রের বাড়ির লোক। বরণ করার মুহুর্তেই মূর্ছা যায় নতুন বউ। মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে। সেই মুহুর্তেই নতুন বউকে সন্তানের জন্ম দিতে দেখায় ভিড়মি খায় অথিতিরা। নিমেষের মধ্যে সব আনন্দ উড়ে যায় বাড়ি থেকে।

ফুলশয্যার আগেই সন্তানের জন্ম দেওয়ায় নতুন কনেকে গালিগালাজ করতে থাকে সকলে। পাত্রকে ঠকানো হয়েছে বলে অভিযোগ করে পাত্রের পরিবারের লোকজন। সফিপুরের কোতোয়ালি এলাকার মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা সুমের পাসীর ছেলে বিমলেশ-এর সাথে অচলগঞ্জ এলাকার বাসিন্দা মেবালাল-এর মেয়ে সোনম দেবীর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরই এই আশ্চর্যজনক ঘটনা ঘটায় অবাক হয়ে যায় সকলে।

মেয়ের সাথে অপর এক যুবকের সম্পর্ক ছিল। কিন্তু সেই কথা সম্পূর্ণ ভাবে চেপে যায় মেয়ের বাড়ির লোক। নববধূর এই ঘটনায় পুলিশে খবর দেয় বরের বাড়ির লোকজন। বউকে ঘরে নিতে অস্বীকার করে নতুন বর। পুলিশ এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।

Smita Hari

সম্পর্কিত খবর