কোহলির নাম নিয়ে গম্ভীরকে রাগানোর চেষ্টা! SRH সমর্থকরা করলেন এই অদ্ভুত কাজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লখনৌ সুপারজায়ান্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মধ্যে ম্যাচের গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলির (Virat Kohli) ঝামেলা হওয়ার পর থেকেই গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণের সামনে পড়তে হয়েছে। দুই ভারতীয় তারকার মধ্যে যে বাদানুবাদ ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা ভাগ গৌতম গম্ভের সমর্থক এবং অপর ও বৃহৎ অংশটি বিরাট কোহলির পক্ষে কথা বলছে।

চলতি আইপিএলে দুই দলই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে। কিছু অসাধারণ জয় পেলেও বেশ কিছু হাতের মুঠোয় থাকা পরিস্থিতি থেকে তারা ম্যাচ হাতছাড়া করে সমর্থকদের হতাশ করেছে। আর যখন যখন দুই দল ম্যাচ ছেড়েছে তখন তখন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ওপর আক্রমণ নেমে এসেছে।

বিরাট কোহলি এখনো খেলার মধ্যে আছেন এবং আগামী আরও বেশ কয়েক বছর তিনি আরসিবির স্তম্ভ থাকবেন এমনটা আশা করাই যায়। কিন্তু গৌতম গম্ভীর খেলা ছেড়ে দেওয়ার পরেও যেরকম ভাবে কোহলি সমর্থকদের ঘৃণার শিকার হচ্ছেন তা যেন একেবারেই প্রত্যাশিত নয়। দেশের হয়ে দুটি বিশ্বকাপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করা গম্ভীরকে যেভাবে অপমানের শিকার হতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে হতাশ একাংশের ভদ্র ক্রিকেট সমর্থকরা।

আজ গৌতম গম্ভীরের দল লখনৌ যখন সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে গৌতম গম্ভীরকে লক্ষ্য করে গ্যালারি থেকে কত মন্তব্য উড়ে আসতে থাকে। বিরাট কোহলির নাম নিয়েও তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ম্যাচ চলাকালীন থার্ড আম্পায়ার একবার লখনৌ এর পক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত দিলে স্টেডিয়ামের দর্শকরা বিপক্ষ দলের ডাগ আউট লক্ষ্য করে কিছু ছুঁড়ে মারেন, যার জন্য ম্যাচ বেশ খানিকক্ষণ বন্ধ ছিল।

যদিও গৌতম গম্ভীর এই সমস্ত ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেখাননি। সম্প্রতি খবর এসেছিল যে তিনি নিজের প্রাক্তন ভারতীয় দলের সতীর্থ, রাহুল শর্মার মায়ের চিকিৎসার জন্য আলাদা করে হাসপাতাল ও ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক মানুষেরই সমস্যা থাকতে পারে। কিন্তু সেই বিষয়টি খেলার সঙ্গে গুলিয়ে ফেললে সেটাও ভুল হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর