বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই প্রায় একটু একটু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই পরিস্থিতিতে আবার রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের যেন পাগল পাগল অবস্থা। রাস্তায় বেরোলেই পকেট খালি হয়ে যাচ্ছে। তেলের দামের অগ্নিমূল্যে সঞ্চয় করা দায় হয়ে পড়েছে।
পেট্রোল চালিত অটোগুলোকেও এখন বেশি আয়ের জন্য অনেক রাত পর্যন্ত রাস্তায় থাকতে হচ্ছে। আগের থেকে ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছে। তবে মানুষের এই সমস্যা দূর করতে এক ব্যক্তি বানিয়ে ফেললেন পেট্রোল ছাড়াই বাইক। অর্থাৎ, যে বাইক চালাতে কোন পেট্রোলের প্রয়োজন পড়বে না। শুনতে অবাক লাগলেও, এই কাজ করে তাক লাগিয়ে দিলেন এক মেকানিক।
এক মেকানিক এই নতুন আবিস্কার করে কিছুটা হলেও মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেছেন। পেট্রোলের পরিবর্তিতে ব্যাটারি দিয়েই বাইক চালানোর ব্যবস্থা করেছেন তিনি। শুধুমাত্র নিজের জন্য নয়, তিনি অন্যান্যদের জন্যও এইকাজ করতে চান। জানা গিয়েছে, ব্যাটারি ঠিকঠাক চললে ঘণ্টায় ৭০-৮০ কিমি স্প্রীডেও চলতে পারবে এই বাইক। আর নতুন ব্যাটারির দাম পড়বে প্রায় ১০ হাজার টাকা।
अपनी बाइक बिना पेट्रोल की करवाने के लिए सम्पर्क करें
9416490665. संपर्क करें रतन जी ऑल राउंड मंडी आदमपुर जिला हिसार pic.twitter.com/AK5fABP8h4— Ravindra Tomar (@indianrailwaysa) February 26, 2021
রবীন্দ্র তোমার নামে এক ব্যক্তি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই অভিনব বাইকের ছবি শেয়ার করার পাশাপাশি মেকানিকের বিবরণও দিয়েছেন। তিনি লিখেছেন- ‘আপনার বাইক যদি বিনা পেট্রোলে চালাতে চান, তাহলে 9416490665-এই নম্বরের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন। রতন জি অল রাউন্ড মণ্ডি আদমপুর জেলা হিশার সঙ্গে যোগাযোগ করে নিন’।