বাংলাহান্ট ডেস্কঃ বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই লাদাখের (Ladakh) বিষয়ে এক বড়সড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ার একবছরের মধ্যেই নতুন উপহার পেতে চলেছে লাদাখবাসী। সেই মোট শুরু হয়েছে তোরজোড়।
লাদাখ উন্নতি বৈঠক
গত সোমবার লাদাখ, এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরকারের এক বছর ধরে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং সমস্ত শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সেখানে এই অঞ্চলের মানুষদের উন্নতি নিয়ে নানারকম আলোচনা করা হয়।
বৌদ্ধিস্ট স্টাডি সেন্টার
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়, লাদাখবাসীকে উপহার স্বরূপ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা দেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয় বৌদ্ধিস্ট স্টাডি সেন্টার হিসেবেই আত্মপ্রকাশ করবে। সেখানে কলা এবং বিজ্ঞান বিভাগের সবকটি বিষয় নিয়ে পঠন পাঠনের ব্যবস্থা করা হবে। তবে ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা শাস্ত্র নিয়ে পঠনের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা জানিয়েছেন, লাদাখের মানুষদের শিক্ষার মান আরও উন্নত করার জন্য গত ২০ শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য এই অঞ্চলের ছাত্রছাত্রীদের যাতে বেশি দূরে যেতে না হয়, সেই দিকে খেয়াল রেখেই মোদী সরকারের এই উদ্যোগ।