দুর্নীতিবাজদের মূল থেকে উৎখাত করার লক্ষ্য, নয়া পথে হাঁটছে মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ বেশ দীর্ঘ সময়ে ধরে দেশের মসনদে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁর এই সময়কালে দেশবাসীর জন্য নানারকম নিয়মের সূচনা করেছেন। যা কখনও দেশবাসীর কাছে উপকারী হয়েছে, তো আবার কখনও হয়েছে দ্রুত উন্নতি। নিতে হয়েছে অনেক বড় বড় পদক্ষেপ। যার কারণে গত ৭ বছর ধরে নিশ্চিন্তে রয়েছে দেশবাসী। এবারে মোদী সরকার নিতে চলেছে আরও একটি বড় পদক্ষেপ।

সম্প্রতি দিনে প্রধানমন্ত্রী মোদী ই-রুপি চালু করেছেন। এই বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল RBI। তারপর তা NPCI- কে তৈরির দায়িত্ব দিয়েছিল মোদী সরকার। সঠিক সময়ে তা তৈরি করতে সক্ষমও হয় NPCI।

   

NarendraModi PTI 25122020 1200

এই পদ্ধতির সাহায্যে সরকার বা যে কোন কর্পোরেশন বা সরকার কিউআর কোড বা এসএমএস কোডের মাধ্যমে কাউকে ভাউচার পাঠাতে পারবে। পাশাপাশি যে পণ্যের জন্য QR কোড পাঠানো হবে, তা দোকান থেকে নিতে পারবেন ব্যক্তি।

যেমন ধরুন, কেন্দ্র সরকার যদি সিদ্ধান্ত নেয় যে প্রত্যেককে বিনামূল্যে ১০ টি করে মাস্ক বিলি করবে। তার জন্য সরকার দোকান গুলোতে ফ্রি মাস্ক পাঠিয়ে দিতে পারে। দেখা গেল, এই ফ্রি মাস্ক পাঠানোতে অনেক কালোবাজারি হতে শুরু করল। কিংবা নাগরিকদের অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারে। আবার দেখা গেল, সেই টাকা দিয়ে নাগরিকরা মাস্কই কিনলেন না। সেক্ষেত্রে ব্যবহার করা যাবে এই ই-রুপি।

তখন সরকার এই ই-রুপির মাধ্যমে গ্রাহকদের মোবাইলে ১০ টি মাস্কের একটি ভাউচার পাঠিয়ে দেবে। সঙ্গে বলে দেওয়া হবে, নিকটবর্তী ফার্মাসিতে গিয়ে এই ভাউচার দেখিয়ে মাস্ক নিতে পারবেন গ্রাহক। সেইমত গ্রাহক মাস্ক পেয়ে যাবেন। কিছুটা গিফট ভাউচারের মত হবে বিষয়টা। অর্থাৎ যে জিনিসের জন্য এই ভাউচার তৈরি করা হবে, এটা ব্যবহার করে শুধুমাত্র সেই জিনিসটাই কেনা যাবে।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর