বাংলাহান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লীর লাল কেল্লায় কৃষকের হামলার পর আবারও মুখ্য খুললেন রাহুল গান্ধী (rahul gandhi)। কৃষকদের পক্ষ নিয়ে তোপ দাগলেন কেন্দ্র সরকারের দিকে। কড়া ভাষায় সমালোচনা করলেন মোদী সরকারের।
বিগত প্রায় ৩ মাস ধরে দিল্লী সীমান্তে কৃষকেরা আন্দোলনে সামল হয়েছিল। তাদের দাবি, প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ৩ টি কৃষি আইন। কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকেও কৃষকদের সঙ্গে কোন মীমাংসা করা সম্ভব হয়নি। কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে বোঝালেও, কিছুতেই তা বুঝতে নারাজ কৃষক সংঠন।
এইভাবে প্রতিবাদরত অবস্থায় দিল্লীতে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র্যালির আয়োজন করে কৃষকরা নিন্দনীয় কাজ করে লাল কেল্লায়। জাতিয় পতাকা উত্তোলনের জায়গায় কৃষকদের পতাকা টাঙ্গিয়ে বিতর্কের সৃষ্টি করে। এই নিন্দনীয় ঘটনার পর বহু কৃষক সংগঠন আন্দোলন প্রত্যাহার করে নেয়, এমনকি কৃষকদের অনেক সমর্থনকারীরাও পিছু হটে যায়।
সবকিছুর উর্দ্ধে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই কৃষকদের সমর্থন করে আবারও কটাক্ষ করলেন কেন্দ্র সরকারকে। রাহুল গান্ধী বলেন, ‘কেরল, তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা অনেকেই আইনটি বুঝতে পারেননি। এই আন্দোলন কিন্তু এখনই থামার নয়। এক ইঞ্চিও সরবে না কৃষকরা। এখনই শেষ হবে না, শহরেও ছড়িয়ে পড়বে। কৃষকদের সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে না নিলে বড় সর্বনাশ হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রী’।
রাহুল গান্ধী হুঙ্কার দিয়ে বলেন, ‘কৃষকদের ভবিষ্যৎ চুরি করছে কেন্দ্র সরকার। অমিত শাহের তো কোন দোষই দেখতে পায় না বিজেপি। আমি চাই উনি পদত্যাগ করুন। কিন্ত্য সেটা তো অমিত শাহ কোনদিনই করবেন না। এখন প্রধানমন্ত্রী হয়তো ভাবতে পারেন, কৃষকরা কিছু না বলেই হয়ত এখন ফিরে যাবে। কিন্তু না, এই আন্দোলন এখন কৃষক থেকে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে যাবে’।