কান্দাহার বিমান হাইজ্যাকে জড়িত ভারতের অন্যতম শত্রুর রহস্য মৃত্যু, লুকিয়ে ছিল পাকিস্তানে

বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814 নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 24 ডিসেম্বর 1999 সালে হাইজ্যাকারদের দখলে চলে যায়। বিমানটি কাঠমান্ডু থেকে দিল্লি আসার কথা থাকলেও অপহরণকারীরা তা আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। তখন আফগানিস্তান তালিবান শাসিত ছিল। বিমানটি কান্দাহারে অবতরণের আগে অমৃতসর, লাহোর এবং দুবাইতেও ল্যান্ড করেছিল।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংকটে নয়াদিল্লি মাসুদ আজহার, আহমেদ ওমর সাঈদ শেখ এবং মুশতাক আহমেদ জারগারের মতো সন্ত্রাসীদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল। এই পুরো দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন এবং 170 জন নিরাপদে দেশে ফিরতে পারেন।

জহুর মিস্ত্রি ওরফে জাহিদ আখুন্দ যে 1999 সালে IC-814 হাইজ্যাকিংয়ের সাথে জড়িত ছিল, সে 1 মার্চ পাকিস্তানের করাচিতে নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। জহুর মিস্ত্রি ওরফে জাহিদ আখুন্দ ছিল 1999 সালের ডিসেম্বরে কান্দাহার হাইজ্যাকিংয়ের পাঁচজন ছিনতাইকারীর একজন।

রিপোর্ট অনুযায়ী, মিস্ত্রি বেশ কয়েক বছর ধরে জাল পরিচয়ে পাকিস্তানের করাচিতে বসবাস করছিল। করাচির আখতার কলোনিতে আসবাবপত্রের কাজ করছিল সে। তার শেষকৃত্যে অনেক জঙ্গিরাই অংশ নিয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের জিও TV এই খবর নিশ্চিত করেছে। একজন পাকিস্তানি নিউজ নেটওয়ার্ক প্রযোজক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি তবে কিছু অদ্ভুত কারণে মামলাটি রিপোর্ট না করতে বলা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর