বদলে গেল ফেসবুকের নাম, নতুন নাম নিজেই ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। তবে কর্তৃপক্ষ প্রথমটায় মুখ না খুললেও, এবার সরাসরি নাম বদলে নতুন নাম নিজেই জানালেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। বদলে গেল ‘ফেসবুক’ (Facebook) কোম্পানির নাম। নতুন নাম হল ‘মেটা’ (Meta)।

বৃহস্পতিবার রাতের দিকে এই খবর নিজেই শেয়ার করলেন মার্ক জুকেরবার্গ। শুধু নামই নয়, সেইসঙ্গে ফেসবুকের জনপ্রিয় লোগো লাইক বা থাম্বস আপ বদলে গিয়ে এল ‘মেটা’ অর্থাৎ M আকৃতির মতো লোগো। ফেসবুক কোম্পানির নাম বদলে গেলেও, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাপগুলির নামের ক্ষেত্রে কোন বদল আসবে না বলেই জানা গিয়েছে।

এই নাম বদলের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে ট্যুইটবার্তায় জানানো হয়েছে, ‘ফেসুবক কোম্পানির নয়া নাম হচ্ছে মেটা। যা সামাজিক যোগযোগে এক নতুন অধ্যায়ের সূচনা করবে’।

কেন ‘মেটা’ নাম বেছে নিলেন, সে বিষয়ে মার্ক জুকেরবার্গ লেখেন, ‘বরাবরই ক্লাসিকস পড়তে ভালোবাসি। গ্রিক শব্দ ‘Beyond’ শব্দ থেকেই ‘মেটা’ শব্দটি নেওয়া হয়েছে। এর কারণ, এখনও অনেকটা পথ চলা বাকি এবং অনেক কিছু করারও বাকি রয়েছে। আর এই মেটাভার্সের ফলে ১০ হাজর কর্মসংস্থানও হতে চলেছে’।

ফেসবুক কোম্পানির এই নতুন নামকরণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত, সামাজিক মাধ্যমের যোগাযোগে নয়া অধ্যায় নিয়ে আসবে এই মেটাভার্স। যার ফলে গেমিং, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া ব্যবহারে এক আলাদাই অভিজ্ঞতার সঞ্চার হবে।

প্রসঙ্গত, কিছুদিন ধরেই ফেসবুকের নতুন নামকরণের বিষয়টা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও, কোম্পানির কর্ণধার এবং তাঁর কর্মীরা এই বিষয়ে কিছুই জানাননি। তবে অবশেষে বৃহস্পতিবার রাতে এই নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকেরবার্গ।

সম্পর্কিত খবর

X