মোদী সরকারের কাজে খুশি সুদূর মার্কিন মুলুকও, জমিয়ে প্রশংসা করল ‘নিউ ইয়র্ক টাইমস’

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে ভারতের (india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) সরকার যেভাবে কাজ করে চলেছে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ হল সুদূর আমেরিকাও। ভারতের দ্রুতই ১০০ কোটির টিকাকরণের প্রশংসা করল ‘নিউ ইয়র্ক টাইমস’ও (The New York Times)।

‘নিউ ইয়র্ক টাইমস’এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ভারতে বর্তমান সময়ে করোনা সংকট অনেকটাই কমে গিয়েছে। মাস সাতেক আগে পর্যন্ত একদিনে হাজার হাজার মানুষ মারা যেতেন। তবে এখন সেই সংখ্যা কমে গিয়ে দৈনিক মৃতের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছে। এর দ্বারাই সরকারের সফলতা প্রকাশ পায়।

pm modi abc

পাশাপাশি ভারতে ১০০ কোটির টিকাকরণের বিষয়ে ‘নিউ ইয়র্ক টাইমস’এ লেখা হয়, ১০০ কোটি টিকাদান সম্পন্ন করেছে মোদী সরকার, যা জনগণের কাছে তাঁর সফলতার প্রমাণ স্বরূপ। তবে এর ফলে রাজনৈতিক স্তরেও কিছুটা সুবিধা পেতে পারে মোদী সরকার। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট, জানুয়ারীতে ভারতের জন্য ১০ কোটি কোভিশিল্ডের ডোজ আলাদ করে রাখলেও, ভারত শুধুমাত্র ১.১ কোটি টিকা কিনেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০০ কোটির টিকাপ্রদানের অসম্ভবকে সম্ভব করে তুলেছে মোদী সরকার। যার ফলে করোনা আবহে বন্ধ থাকা স্কুল কলেজ খুলতে শুরু করেছে। পাশাপাশি আবার বাড়িতে বাড়িতে টিকাদানের প্রক্রিয়াও চালাচ্ছে মোদী সরকার। বর্তমান সময়ে দৈনিক সংক্রমণ ৪২০০০ থেকে ১২০০০ হয়ে গিয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে কিভাবে দ্রুত গতিতে সুস্থতার দিকে এগোচ্ছে ভারত।

তবে উৎসবের মরশুমে ভারতে টিকাদান কিছুটা ধীর গতিতে হওয়ায়, এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘নিউ ইয়র্ক টাইমস’। এই সময় সংক্রমণ যাতে বেড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর