বাংলাহান্ট ডেস্কঃ ভারতে প্রথম ওমিক্রনের (Omicron) সন্ধান পাওয়া গিয়েছিল কর্ণাটকে। প্রথমে ২ জনের দেহে এই রোগের লক্ষণ প্রকাশ পেলেও, এখন তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২১। সূত্রের খবর, রবিবার পর্যন্ত জানা গিয়েছে ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১ জন।
পূর্বের ৫ ওমিক্রনে আক্রান্ত রোগীর দিল্লীর হাসপাতালে চিকিৎসা চলার মাঝেই, জয়পুর এবং মহারাষ্ট্র থেকে ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল। জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরে একই পরিবারের ৯ সদস্যের শরীরে দেখা মিলেছে ওমিক্রনের।
অন্যদিকে, মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত ৭ জনের মধ্যে পিম্প্রিতে এক পরিবারের ৬ জন। নাইজিরিয়া ফেরত এক মহিলা ও তাঁর দুই মেয়ে এবং ওই মহিলার ভাই ও তাঁর দুই মেয়ের শরীরে মিলেছে এই ভাইরাসের লক্ষ। সেইসঙ্গে মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত এক ব্যক্তির দেহেও এই ভাইরাসের হদিশ মিলেছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮।
Total 9 cases of Omicron variant reported in Rajasthan’s Jaipur so far: State Health Dept
— ANI (@ANI) December 5, 2021
২০১৯ সালের শেষের দিকে সর্বপ্রথম জন্ম নেয় করোনা ভাইরাস। তারপর তা ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। যেন মৃত্যুপ্যরীতে পরিণত হয়েছিল এই বিশ্ব। করোনা ভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টে বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছেন বহু মানুষ।
তৈরি হয়েছে করোনা ভ্যাকসিনও। যা ইতিমধ্যেই বেশিরভাগ বিশ্ববাসী গ্রহণ করেছেন। যা কিছুটা হলেও, করোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে সাহায্য করছে। আর এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে ভয়ঙ্কর ওমিক্রন। বিশেষজ্ঞদের মতে, করোনার এই প্রজাতি অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে একেবারেই আলাদা এবং বেশি শক্তিশালী। যা এবার বিভিন্ন দেশ ঘুরে ভারতেও বাসা বাঁধতে শুরু করে দিয়েছে।