বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর আগে খেলোয়াড়দের নিলাম (IPL 2026 Auction) আগামী ১৬ ডিসেম্বর সম্পন্ন হবে। যেটি অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। এদিকে, ওই নিলামে ১,৩৫৫ জন নয়, কেবল ৩৫০ জন খেলোয়াড়েরই ভাগ্য নির্ধারণের সম্ভাবনা রয়েছে। আসলে, নিলামের জন্য ১,৩৫৫ জন খেলোয়াড় তাঁদের ফ্যাম রেজিস্টার করেছিলেন। তবে, লিগে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে পরামর্শের পর, BCCI সেই তালিকা থেকে ১,০০৫ জন খেলোয়াড়কে ছাঁটাই করেছে এবং নিলামের জন্য মাত্র ৩৫০ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে।
IPL-এর নিলামের (IPL 2026 Auction) জন্য প্রস্তুত ৩৫০ জন খেলোয়াড়ের তালিকা:
ডি কক সহ ৩৫ জন খেলোয়াড় শেষ মুহূর্তে নিলামে নাম লেখান: জানিয়ে রাখি যে, ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ৩৫ জন এমন খেলোয়াড়ও রয়েছেন যাঁরা শেষ মুহূর্তে নিলামে নাম লিখিয়েছেন। এর অর্থ হল, তাদের কেউই প্রাথমিক নিলাম তালিকার অংশ ছিলেন না। এই ৩৫ জন নতুন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে অবাক করা নামটি হল দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি ককের।

অনুমান করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলির সুপারিশের ভিত্তিতে ডি কক সহ ওই ৩৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। উইকেটরক্ষক-ব্যাটারদের তৃতীয় লটে ডি কককে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুইন্টন ডি কক IPL ২০২৬-এর নিলামের জন্য তাঁর বেস প্রাইস ৫০ শতাংশ কমিয়ে ১ কোটি টাকা নির্ধারণ করেছেন।
আরও পড়ুন: ভারতের এই বিশেষ বন্ধুর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা পাকিস্তানের! কী পরিকল্পনা পড়শি দেশের?
এদিকে, কুইন্টন ডি কক ছাড়াও, চূড়ান্ত নিলাম তালিকায় আরও কিছু নতুন মুখ যুক্ত হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন ট্রেভিন ম্যাথিউ, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা এবং দুনিথ ওয়েললাগের মতো শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
আরও পড়ুন: বড় খবর! ১৫ ডিসেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, এই সরকারি কর্মচারীরা হবেন উপকৃত
IPL-এর নিলাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: জানিয়ে রাখি যে, BCCI গত ৮ ডিসেম্বর রাতে ইমেলের মাধ্যমে IPL-এর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে নিলামের বিবরণ শেয়ার করেছে। ওই ইমেলে বলা হয়েছে যে, ৩৫০ জন খেলোয়াড়ের জন্য নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে ভারতীয় সময় দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে শুরু হবে। আবু ধাবির ইতিহাদ এরিনায় নিলামটি সম্পন্ন হবে। এদিকে, নিলামটি শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে। তারপর আনক্যাপড খেলোয়াড়দের জন্য দর আহ্বান করা হবে।












