ভারতে হু হু করে বাড়ছে ধনীদের সংখ্যা! দেশে মোট কত কোটিপতি পরিবার রয়েছে? জানলে হবেন “থ”

Published on:

Published on:

The number of rich people is increasing in India.

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) ধনী ব্যক্তির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, সাম্প্রতিক বছরগুলিতে কোটিপতির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, ২০২১ সাল থেকে কোটিপতি পরিবারের সংখ্যা প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে। এর অর্থ হল, পূর্বের তুলনায় ধনী ব্যক্তিদের সংখ্যা এখন প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছ। ইতিমধ্যেই মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২৫ অনুসারে, ভারতে ৮.৫ কোটি টাকা বা তার বেশি সম্পদের অধিকারী পরিবারের সংখ্যা ৪.৫৮ লক্ষ থেকে বেড়ে ৮.৭১ লক্ষ হয়েছে।

ভারতে (India) বৃদ্ধি পাচ্ছে কোটিপতি পরিবারের সংখ্যা:

শেয়ার বাজার এবং নতুন ব্যবসার দ্বারা উন্নতি: ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতে (India) কোটিপতি পরিবারের সংখ্যা এখন সমস্ত পরিবারের নিরিখে ০.৩১ শতাংশে উন্নীত হয়েছে। যা ২০২১ সালে মাত্র ০.১৭ শতাংশ ছিল। এই দ্রুত বর্ধনশীল সম্পদের বিষয়টি ভারতীয় অর্থনৈতিক বৃদ্ধির শক্তিকে প্রতিফলিত করে। এদিকে, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ধনী পরিবারের সংখ্যা ৪৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার মূল কারণ শেয়ার বাজারের লাভ, নতুন ব্যবসার বৃদ্ধি এবং রাজ্যগুলির অর্থনৈতিক অগ্রগতি।

The number of rich people is increasing in India.

সর্বাধিক কোটিপতি: জানিয়ে রাখি যে, দেশের (India) রাজ্যগুলির মধ্যে এই পরিসংখ্যানে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। ওই রাজ্যে ১৭৮,০০০-এরও বেশি পরিবারের কমপক্ষে ৮.৫ কোটি টাকার সম্পদ রয়েছে। এমতাবস্থায় মুম্বাই ভারতের কোটিপতিদের রাজধানীতে পরিণত হয়েছে। সেখানে ১৪২,০০০ কোটিপতি পরিবার বাস করে। এরপরই রয়েছে দিল্লি, যেখানে ৭৯,৮০০ কোটিপতি পরিবার রয়েছে। এই তালিকায় তামিলনাড়ুও পিছিয়ে নেই। ওই রাজ্যে ৭২,৬০০ কোটিপতি পরিবার রয়েছে।

আরও পড়ুন: জাপানে হাজির পাকিস্তানের “ফুটবল টিম”, বিমানবন্দর থেকেই তাড়ানো হল, কারণ জানলে চমকে উঠবেন

দ্রুত বর্ধনশীল শহর: দিল্লির পর, বেঙ্গালুরুতেও কোটিপতির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেঙ্গালুরুতে এখন প্রায় ৩১,৬০০ কোটিপতি পরিবার রয়েছে। এছাড়াও, আহমেদাবাদ, পুণে, হায়দ্রাবাদ এবং গুরুগ্রামের মতো শহরগুলি দ্রুত উদীয়মান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে কোটিপতির সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দেশের (India) ওই শহরগুলি অর্থনৈতিক সমৃদ্ধির নতুন কেন্দ্রও হয়ে উঠছে।

আরও পড়ুন: সুপার-৪-এ এন্ট্রি পাকিস্তানের! এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাক, কবে-কোথায় ম্যাচ?

ভবিষ্যতের চিত্র: এই প্রসঙ্গে হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনাইদ জানান যে, ভারতে সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও চিন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় ভারতে কোটিপতির সংখ্যা এখনও কম, কিন্তু ক্রমবর্ধমান সংখ্যা ভারতের বৃদ্ধির বিষয়টিকে আরও স্পষ্ট করছে। রিপোর্টে অনুমান করা হয়েছে যে, আগামী ১০ বছরে ভারতে (India) কোটিপতির সংখ্যা ১.৭ মিলিয়ন থেকে ২০ লক্ষের মধ্যে পৌঁছতে পারে। তবে, এই বৃদ্ধি মূলত মধ্যম স্তরের কোটিপতিদের মধ্যে হবে। ২০১৭ সালে, মাত্র ৫ শতাংশ কোটিপতি আল্ট্রা-হাই-নেট-ওয়ার্থ ব্র্যাকেটে ছিলেন। যাঁদের সম্পদ ১০০ কোটি টাকার বেশি ছিল।অপরদিকে, কোটিপতিদের সংখ্যা ছিল খুবই কম, মাত্র ০.০১ শতাংশ।