বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশে গ্রীষ্মের (Summer) মারকাটারি ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। এপ্রিল মাসের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। যার ফলে তীব্র গরমে রীতিমতো জর্জরিত সবাই। এমনকি, কিছু কিছু জায়গায় ঘটছে তাপপ্রবাহের মত ঘটনাও। এমতাবস্থায়, দুপুরবেলায় বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সকলে। পাশাপাশি, উত্তর ভারতেও (North India) এই একই চিত্র পরিলক্ষিত হয়েছে।
যদিও, গরমের এই ভ্রূকুটিকে উপেক্ষা করে অর্থ উপার্জনের জন্য রাস্তায় বেরোতেই হচ্ছে কিছু মানুষকে। যার মধ্যে পণ্য বহনকারী থেকে শুরু করে রিকশা চালকেরাও সামিল রয়েছেন। এমতাবস্থায়, সম্প্রতি একটি ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে।
মূলত, ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা গিয়েছে যে, একজন বয়স্ক রিকশা চালক প্রখর রোদের মধ্যেই যাত্রীকে নিয়ে রিকশা চালাচ্ছেন শহরের একটি রাস্তায়। ঠিক সেই সময়ে তাঁর রিকশায় থাকা মহিলা যাত্রীটি অনবদ্য এক কাজ করে ফেলেন। আর সেটি প্রত্যক্ষ করেই সকলেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
আসলে, ওই মহিলা যাত্রী একটি ছাতা ওই রিকশা চালকের মাথার কাছে ধরে রাখেন। যাতে ওই তীব্র গরমে রিকশা চালাতে গিয়ে অন্তত কিছুটা হলেও কষ্ট লাঘব হয় চালকের। আর সেই চিত্রই ফুটে উঠেছে ছবিটিতে। ইতিমধ্যেই ছবিটি নেটমাধ্যমে তুমুল ভাইরাল হতেও শুরু করেছে।
শুধু তাই নয়, ছবিটিকে দেখে নেটিজেনরা “মানবতাই পরম ধর্ম”, এই আপ্তবাক্যকেই ফের একবার স্মরণ করেছেন। ইতিমধ্যেই ছবিটিতে কয়েক হাজার লাইক এবং কয়েকশো কমেন্ট এসে গিয়েছে। অনেক নেটাগরিক নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন জানিয়েছেন, “এটা নিঃসন্দেহে দারুণ একটি ছবি।” পাশাপাশি, অন্য আরেকজন লিখেছেন, “মানবতার আদর্শ ছবি।”