চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট দলের। এমনিতেই চোটের কারণে বেশ কিছু দিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া, জুসপ্রীত বুমরাহের মত তারকা খেলোয়াড়রা। তার উপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। আর এবার ফের চোট পেলেন আরেক ভারতীয় ক্রিকেটার। এবার চোট পেলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার।
ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বাইয়ে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচ খেলছিল সেই ম্যাচে বল করার সময় চোট পান ভুবনেশ্বর কুমার। সেই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে হয়তো খেলবেন না তিনি।
এই ব্যাপারে যদিও বিসিসিআই সূত্রে এখন পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয় নি। তবে সামনেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে ভারতের সেই সমস্ত সিরিজের কথা ভেবে ভুবির চোটের দিকে বিশেষ নজর দিচ্ছে বিসিসিআই। উল্লেখ্য, চোটের কারণে প্রায় চারমাস জাতীয় দলের বাইরে ছিলেন ভুবি, এই ক্যারিবিয়ান সফরেই তিনি দলে ফিরেছিলেন। এখন এটাই দেখার যে ভুবি যদি ছিটকে যায় তাহলে ভুবির পরিবর্তে ভারতীয় দলে কে সুযোগ পায়।