রাম মন্দির ইস্যুতে মরাকান্না শুরু করে ছিলেন পাকমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রক দিল কড়া জবাব

Published On:

লাহান্ট ডেস্কঃ ভারত (India) সহ গোটা বিশ্বে সন্ত্রাস ছড়াতে সর্বদা মুখীয়ে থাকে পাকিস্তান (Pakistan)। সীমান্ত এলাকায় যে কোন মূল্যে আতঙ্কবাদী প্রবেশ করিয়ে, ভারতে সন্ত্রাস ছড়িয়ে দিতে তারা বদ্ধ পরিকর। গত ৫ ই আগস্ট অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় ৫০০ বছরের লড়াইয়ের পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

পাক মন্ত্রীর মন্তব্য
এই শুভ মুহূর্তের আনন্দ লগ্নে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকির (Ayesha Faruqi) এক নিন্দাসূচক মন্তব্যের পাল্টা যোগ্য জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব (Anurag Srivastava)। পাকিস্তানের এক প্রেস বিবৃতিতে আয়েশা ফারুকি বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের রায় ত্রুটি পূর্ণ। ভারতবর্ষে মুসলিম তথা সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। বিচার ব্যবস্থার উপর থেকে আমাদের বিশ্বাস চলে যাচ্ছে’।

পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রক
পাকিস্তানি মন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী। কড়া ভাষায় তিনি বললেন, ‘আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্রেস বিবৃতি দেখেছি। যদিও পাকিস্তানের পক্ষে এরকম বিবৃতি দেওয়া কোন অবাককর বিষয় নয়। যারা নিজেরাই সীমান্তে সংঘর্ষ চালায়, আবার নিজেরাই দেশের সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করে’।

তিনি আরও বলেন, ‘তবে আমি পাকিস্তানের উদ্দ্যেশ্যে, বলব তারা যেন ভারতের বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ না করে। সেইসঙ্গে আরও বলব, তারা যেন সর্বোপরি সাম্প্রদায়িক উস্কানি দেওয়া থেকে বিরত থাকে’।

সম্পর্কিত খবর

X