শুরু হয়ে গেল কাউন্টডাউন! সামনে এল IPL-এর আংশিক সূচি, কবে রয়েছে কলকাতার ম্যাচ?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চলতি বছরের IPL (Indian Premier League)-এর কাউন্টডাউন। পাশাপাশি, সামনে এসেছে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের দিনক্ষণও। এমতাবস্থায়, IPL-এর রুদ্ধশ্বাস ম্যাচগুলিতে গলা ফাটানোর জন্য তৈরি ক্রিকেটপ্রেমীরাও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের IPL। তবে এবার, BCCI (Board of Control for Cricket in India)-এর তরফে IPL ২০২৪-এর আংশিক সূচি প্রকাশ করা হল।

উল্লেখ্য যে, এই আংশিক সূচিতে ১৭ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। মূলত, চলতি বছরে লোকসভা নির্বাচন রয়েছে। এদিকে, নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হওয়ায় আপাতত IPL-এর আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর IPL-এর বাকি সূচি জানানো হবে বলেও জানা গিয়েছে।

When will IPL 2024 start

জানিয়ে রাখি, আপাতত ২২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, একদম প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ, IPL শুরু হতে চলেছে ধোনি-কোহলির টক্করের মাধ্যমে। পাশাপাশি, চেন্নাই ঘরের মাঠ চিপকেই প্রথম ম্যাচ খেলবে।

আরও পড়ুন: ভূস্বর্গে ব্যাটবল খেললেন ক্রিকেটের ভগবান! শেষ শটে করলেন কামাল, ভাইরাল হল শচীনের ভিডিও

এদিকে, IPL শুরুর দ্বিতীয় দিনেই রয়েছে কলকাতার ম্যাচ। উল্লেখ্য যে, IPL শুরু হচ্ছে শুক্রবার। এমতাবস্থায়, ঠিক তার পরেই অর্থাৎ শনিবার ও রবিবার রয়েছে দুু’টি করে ম্যাচ। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পাঞ্জাব এবং দিল্লির মধ্যে। ম্যাচটি হবে মোহালিতে। পাশাপাশি, দ্বিতীয় ম্যাচে কলকাতা খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। ওই ম্যাচটি সম্পন্ন হবে কলকাতায়।

আরও পড়ুন: ২ মাসের প্রস্তুতি, ৪০ মিটার দীর্ঘ টানেল, দৈনিক চুরি ৭ থেকে ৮,০০০ লিটার তেল! চোরেদের কেরামতিতে অবাক পুলিশ

পাশাপাশি, ২৪ মার্চ রবিবার দুপুরে খেলবে রাজস্থান ও লখনউ এবং রাতের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বই। এদিকে, গুজরাত বনাম মুম্বই ম্যাচ নিয়ে এবার সবার মধ্যেই বাড়তি উত্তেজনা রয়েছে। কারণ রোহিত শর্মাকে সরিয়ে এবার মুম্বইয়ের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। এদিকে, গুজরাট IPL-এর আগেই বড় ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবারই জানা গিয়েছে যে, মহম্মদ শামি গোড়ালিতে চোটের কারণে চলতি বছরের IPL থেকে ছিটকে গিয়েছেন। পাশাপাশি, এবারে গুজরাটের অধিনায়কত্ব সামলাবেন শুভমান গিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর