৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা! বাধা দিতে গেলে ছুরিকাঘাতে হত্যা করল মদ্যপ প্রতিবেশী

বাংলা হান্ট ডেস্ক: অত্যন্ত ঘৃণ্য এক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের দুঙ্গারপুর। জানা গিয়েছে যে, সেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে এক মদ্যপ ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায়, ওই বৃদ্ধা প্রতিবাদ করতে গেলেই ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। শুধু তাই নয়, ৮০ বছর বয়সী ওই মহিলার গোপনাঙ্গেও হাত দেয় অভিযুক্ত। এমনকি, ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় সে। এমবতাবস্থায়, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

জানা গিয়েছে এই শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে কুয়া থানার অন্তর্ভুক্ত একটি এলাকায়। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার আধিকারিক মোহাম্মদ রিজওয়ান জানান যে, বৃদ্ধ বাদাজি এবং তাঁর ৮০ বছর বয়সী স্ত্রী কাউদি বাউদি গ্রামে অবস্থিত একটি বাড়িতে থাকতেন। রবিবার সন্ধ্যায় পাড়ায় বসবাসকারী ৪০ বছর বয়সী হুরজি বামনিয়া মদ্যপান করে তাঁর বাড়িতে এসে কাউদির সাথে দুর্ব্যবহার করতে শুরু করে।

এমতাবস্থায়, ওই বৃদ্ধা প্রতিবাদ করতে গেলেই ওই মদ্যপ আরও রেগে যায়। এমনকি, একটা সময়ে অভিযুক্ত হুরজি ছুরি দিয়ে ওই বৃদ্ধার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। একাধিকবার ওই বৃদ্ধার শরীরে ছুরিকাঘাত করে সে। শুধু তাই নয়, বৃদ্ধার গোপনাঙ্গও স্পৰ্শ করে ওই মদ্যপ । ঠিক তারপরেই ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় হুরজি।

চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে যায়:
এমতাবস্থায়, ওই মহিলার চিৎকারে আশেপাশের লোকজন তৎক্ষণাৎ ছুটে আসেন সেখানে। বিষয়টি তাঁর পরিবারের বাকি সদস্যদেরও জানানো হয়েছে। প্রথমে তাঁকে চিকিৎসার জন্য দ্রুত চিখলী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা ওই বৃদ্ধাকে সাগওয়ারায় স্থানান্তরিত করেন।

skynews knife stabbing london 4570634

যদিও, সাগওয়ারা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই বৃদ্ধা প্রাণ হারান। এমতাবস্থায়, এই ঘৃণ্য ঘটনার পরিপ্রেক্ষিতে, কুয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ চিখলী হাসপাতালে পৌঁছে মরদেহটি জেলা হাসপাতালের মর্গে রাখার সিদ্ধান্ত নেয়। তারপর ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের হাতে ওই বৃদ্ধার দেহ তুলে দেয় পুলিশ। এদিকে, দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর