বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেগুলিকে মনোরঞ্জনের জন্য আমরা সবাই দেখতে পছন্দ করি। তবে, বিভিন্ন কন্টেন্টের ওই ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে, যা স্তুম্ভিত করে দেয় সবাইকে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার এক অবিশ্বাস্য ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে পাঁচ তলা থেকে পড়ে যাওয়া এক শিশুকে কার্যত দেবদূতের মতো বাঁচিয়ে নিলেন এক ব্যক্তি। আর এই দৃশ্য দেখেই চমকে উঠেছেন সবাই।
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ওই ঘটনাটি চিনের ঝেজিয়াং প্রদেশের টংজিয়াংয়ে ঘটেছে। এদিকে, ভিডিওটি দেখে ওই ব্যক্তিটিকেও কুর্ণিশ জানিয়েছেন সকলে। শুধু তাই নয়, ইতিমধ্যেই চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি লিখেছেন যে, “নায়ক আমাদের মধ্যেই রয়েছেন”।
ঠিক কি দেখা গিয়েছে ভিডিওটিতে? মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি বাচ্চা মেয়ে হঠাৎই একটি বহুতলের পাঁচ তলার জানালা থেকে নিচে পড়ে যায়। এদিকে, ঠিক সেই সময়েই রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। এমতাবস্থায়, ওই শিশুটিকে নিচে পড়তে দেখেই তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন সেখানে। পাশাপাশি, অন্য একজন মহিলাও পৌঁছে যান ঘটনাস্থলে।
Heroes among us. pic.twitter.com/PumEDocVvC
— Lijian Zhao 赵立坚 (@zlj517) July 22, 2022
এদিকে, রীতিমতো রুদ্ধশ্বাসভাবে তিনি লুফে নেন ওই বাচ্চা মেয়েটিকে। সেই সময়ে তাঁর মোবাইলটি রাস্তায় পড়ে যায়। তবুও, ওই ব্যক্তিটি তাঁর চোখ সরাননি পড়ন্ত শিশুটির দিক থেকে। আর এইভাবেই, “সুপারম্যান” হয়ে তিনি বাঁচিয়ে দিলেন শিশুটির প্রাণ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ওই ব্যক্তিটির নাম হল শেন ডং। কার্যত তাঁর জন্যই এড়ানো গিয়েছে বড় বিপদ। এমতাবস্থায়, ওই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।