বাংলা হান্ট ডেস্ক : খেলার গোলকিপারের মত ঝাঁপিয়ে পড়েছে জানুয়ারির শীত। রবিবার দিনভর দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) বিশৃঙ্খলার দৃশ্য ফুটে উঠেছে। প্রায় ৪০০-র বেশি বিমান সময়ের চেয়ে অনেক পরে ছেড়েছে। কম করেও ১০ টি বিমান দিল্লিতে নামতে না পেরে টেক অফ করেছে জয়পুরে। কম করে ২০ টি বিমান বাতিল অবধি হয়ে গেছে বলে খবর। যা নিয়ে রীতিমত খেপে উঠেছে যাত্রীদের একাংশ।
এসবের মাঝেই সম্প্রতি সোশ্যালে ভাইরাল (Viral Video) হয়েছে এক ভিডিও। যেখানে দেখা যায়, ইন্ডিগো (Indigo) বিমানের এক পাইলট উড়ান বিলম্বের ঘোষণা করতেই তার দিকে তেড়ে যায় এক যাত্রী এবং রীতিমত চড়াও হয় তার উপর। ক্যাপ্টেন সরে যাওয়ার চেষ্টা করলেও কয়েকটা তার গায়ে লাগে। ভিডিও ভাইরাল হতেই রীতিমত সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কী ঘটেছিল সেদিন?
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান সেবিকা থেকে শুরু করে পাইলট প্রত্যেকের উপর চোটপাট দেখাচ্ছেন এক যুবক। বিমান সেবিকা বলতে থাকেন, ‘আপনি এটা করতে পারেননা।’ জবাবে সেই ব্যক্তি বলেন, ‘আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমরা কি পাগল?’ আসলে এইদিন এই বিমানটি প্রায় ১৩ ঘন্টা লেট ছিল বলে খবর। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে যাত্রীদের একাংশ।
আরও পড়ুন : মাত্র ৮৮ জন ভারতীয় সেনার দাপটে কাঁপছে চিন! মুইজ্জুর মাথা ব্যাথার কারণ জানেন? দ্বীপরাষ্ট্রে কী কাজ তাদের?
প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দিল্লির দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। যে কারণে একাধিক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল গতকাল। ব্যতিক্রম ছিলনা বিমান বন্দরও। ভোর ৪ টে পর্যন্ত প্রায় ৪০০ বিমান সঠিক সময়ে উড়তে পারেনি। প্রায় ২০টি বিমান বাতিল হয় এবং ১০টি বিমানের গতিপথ বদলানো হয় বলে খবর। জানিয়ে রাখি, দৃশ্যমানতা ১২৫ মিটারের নিচে হলে কোনও বিমানকেই রানওয়েতে নামার অনুমতি দেওয়া হয়না। যে কারণে বিমান দেরি হওয়ার ঘটনা বেশ স্বাভাবিক।
A passenger punched an Indigo capt in the aircraft as he was making delay announcement. The guy ran up from the last row and punched the new Capt who replaced the previous crew who crossed FDTL. Unbelievable ! @DGCAIndia @MoCA_GoI pic.twitter.com/SkdlpWbaDd
— Capt_Ck (@Capt_Ck) January 14, 2024
এই কারণেই এইদিন বিমান উড্ডয়নে অনেকটাই দেরি হয়। দৃশ্যমানতা কম থাকায় বিমান ওড়াতে সক্ষম হচ্ছিলেননা পাইলট। তাছাড়া শোনা যায়, প্রাথমিক ভাবে যে পাইলট এই বিমানের দায়িত্বে ছিলেন তার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় নতুন পাইলট কেবিনে আসেন। তিনি দায়ভার নেওয়ার পর ফের এক দফার বিমান বিলম্বের ঘোষণা করছিলেন তিনি। আর তখনই ঐ যাত্রী তার উপর চড়াও হয়।