বড় খবর: রেলে তৎকাল টিকিট কনফার্ম না হলে এবার ফ্রিতে বুক হবে ফ্লাইট টিকিট

বাংলাহান্ট ডেস্কঃ যাত্রাপথে ভারতীয়রা সবচেয়ে বেশী ব্যবহার করে রেলকে। কিন্তু তৎকাল পরিষেবায় রেলের টিকিট পাওয়া নিয়ে চিন্তায় থাকেন প্রায় সব যাত্রীই। এবার সেই চিন্তা দূর করতে অভিনব চিন্তা আনল Railofy নামক একটি স্টার্ট আপ সংস্থা।

জানা যাচ্ছে, অল্প সময়ে রেল টিকিট বুকিং করার সময় যাত্রীদের সমস্যা দূর করতে তারা এনেছে Railofy নামের অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যদি বুক করা টিকিট আরএসি বা ওয়েটিং লিস্টে থাকে তাহলে এর বদলে যাত্রীদের জন্য  ফ্লাইট টিকিটের ব্যবস্থা এই সংস্থার তরফে করা হবে ।

Capture 21

মুম্বাইয়ের এই স্টার্টআপ সংস্থা জানাচ্ছে, আপাতত কেবল মুম্বইয়ে এই অ্যাপ চালু করা হয়েছে । যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে তত্‍কাল টিকিট বুকিং করার সুবিধা পাবে । এই অ্যাপে ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে রেজিষ্ট্রেশন করতে পারবেন । স্টার্টআপের তরফে আরো জানানো হয়েছে যে শীঘ্রই গোটা দেশে এই পরিষেবা চালু করা হবে ।

প্রসঙ্গত, রেল মন্ত্রক ইতিমধ্যে  যাত্রীদের তাদের স্টেশনে পৌঁছনোর আধ ঘণ্টা আগে Wake-up কলের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হবে। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে জানিয়েছেন রেলের এই সিদ্ধান্তের কথা। যাত্রীদের রেল সহায়তা নম্বর ১৩৯ এ ফোন করে আপনার পিএনআর নম্বর (PNR number) , স্টেশনের নাম (station name) , স্টেশনের এসটিডির ( station STD) মতো তথ্য দিতে হবে ৷ এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে (registerd mobile number) ফোন কলের মাধ্যমে স্টেশন আসার আধ ঘণ্টা আগে অ্যালার্ট করা হবে ৷

 

 

সম্পর্কিত খবর