ভোট পরবর্তী অশান্তির আগুন নৈহাটি জুড়ে, রাতভোর তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত ১০

বাংলাহান্ট ডেস্কঃ ষষ্ঠ দফার নির্বাচনে নৈহাটিতে (Naihati) ভোট ভালোভাবে মিটলেও, ভোট পরবর্তীতে ছড়াল অশান্তির আগুন। রণক্ষেত্রে চেহারা নিল উত্তর ২৪ পরগনার নৈহাটি। শুক্রবার রাত থেকেই শুরু হল তুমুল সংঘর্ষ, বোমাবাজি, চলল গুলিও। অভিযোগ তৃণমূল (tmc) বিজেপির (bjp) মধ্যে সংঘর্ষের জেরে আহত দুপক্ষের প্রায় ১০ জন কর্মী।

একুশের বিধানসভা নির্বাচনে ভোটের দিন বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে। গদি দখলের লড়াইয়ে শাসক দলের সঙ্গে বিরোধীদের সংঘর্শ বহু জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। প্রতিটি নির্বাচনেই সংঘর্ষ উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে ভোট পর্ব মিটতেই উত্তপ্ত হয়ে উঠল নৈহাটির বিজয়নগর এলাকা।

   

Bomb 1024x576 1

সূত্রের খবর, শুক্রবার রাত ১০ টা নাগাদ স্থানীয় নামী ক্লাব অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। হাতাহাতি থেকে বোমাবাজি, গুলি চলে বলেও জানা গিয়েছে। তৃণমূল বিজেপির সংঘর্ষ রাত পেরিয়ে পরদিন সকালেও তার রেশ থেকে যায়। আতঙ্কে কাটায় গোটা এলাকাবাসী। তৃণমূল, বিজেপির পতাকা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রেখে, তদন্তে শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তৃণমূলের দুস্কৃতীরা এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, এলাকার এক বিজেপির কর্মীর বাড়ি লক্ষ করে ২০ টি বোমা পরপর ছোঁড়া হয়েছে।

vbssjbsd

তবে নিজেদের দিকে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ রূপে নস্মাৎ করে দিয়েছে তৃণমূল শিবির। স্থানীয়ারা জানিয়েছেন, নির্বাচনে পরাজয়ের আঁচ করতে পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় তান্ডব চালিয়েছে। এই অশান্তির সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

ad2
Avatar
Smita Hari

সম্পর্কিত খবর