১৫ বছর আগে করা বুশের ভবিষ্যৎ বাণী সত্যি হল, গুরুত্ব না দেওয়ায় আজ বিপদে আমেরিকা

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনা ভাইরাস (COVID-19) আমেরিকায় ব্যাপকহারে জাল বিস্তার করে নিয়েছে। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যা। ইতিমধ্যেই আমেরিকায় (America) করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লক্ষ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার। এই পরিস্থিতিতে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশের একটি বক্তব্য সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে তিনি বলেছিলেন, ‘আগামী সময়ে আমেরিকার উপর মহামারির হামলা হতে পারে। তাঁর জন্য সতর্ক থাকতে হবে’।

overview George W Bush

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বুশের এই ভবিষ্যৎ বাণীকে আমেরিকার সরকার গুরুত্ব দিয়ে দেখেনি। তাঁর ফল এখন ভুগতে হচ্ছে তাঁদের। প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে আমেরিকা। আর অল্প কিছু সময়ের মধ্যেই মৃতের দিক থেকে বিশ্বের সমস্ত দেশকে ছাড়িয়ে যাবে আমেরিকা।

আজ থেকে প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বুশ বলেছিলেন, ‘এই সময় আমাদের দেশে মহামারি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে মহামারির ভাইরাস আসার অপেক্ষা করলে, তার থেকে নিষ্কৃতি পেতে অনেক দেরি হয়ে যাবে। বিজ্ঞানী এবং ডাক্তারা এখনই বলতে পারবে না যে, পরবর্তী মহামারি কবে, কখন আর কিভাবে আসবে। এবং এটা কতোটা ভয়ঙ্কর হবে, তাও এখন বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এমন একটা সময় আসেব, যখন আমাদের দেশকে এক ভয়ঙ্কর মহামারির মুখোমুখি হতে হবে। এই ধরণের মহামারি অনেকটা ঝঙ্গলে আগুন লেগে যাওয়ার মতন। আগে থেকে প্রস্তুতি না নিলে, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যাবে’।

২০০৫ থেকে ২০২০ সাল, মাঝখানে কেটে গেছে প্রায় ১৫ টি বছর। বিগত ১৫ বছর পর আমেরিকা এই প্রথম এক ভয়ঙ্কর মহামারি রোগের মুখোমুখি হল। কিন্তু এই রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার সঠিক পথ কোন দেশেরই জানা নেই। সকল দেশই একই আতঙ্কে আতঙ্কিত। ১৫ বছর আগে করা বুশের ভবিষ্যৎ বাণী এখন সত্যি হচ্ছে। নিউ ইয়র্ক সহ গোটা আমেরিকা এখন করোনা আতঙ্কে ভুগছে। তাই এখন প্রশ্ন উঠছে ১৫ বছর আগে করা বুশের ভবিষ্যৎ বাণীকে কেন গুরুত্ব দিয়ে দেখা হয়নি।

১৫ বছর আগে বুশ ভবিষ্যতে ধেয়ে আসা মহামারির বিষয়ে যখন বক্তব্য রেখেছিলেন, তখন তিনি আমেরিকার যে ইনিস্টিটিউটে বকৃতা দিচ্ছিলেন, সেখানে ডাঃ অ্যান্থনিও উপস্থিত ছিলেন। কিন্তু বর্তমানে এই ডাক্তারের উপরই দায়িত্ব পড়েছে করোনা মহামারির প্রকোপ থেকে কি করে রক্ষা পাওয়া যায়।

08 barackobama

বুশ সেই সময় বলেছিলেন, ‘আমারদের দেশেক এমন ভাবে তৈরি হতে হবে, যাতে কোন মহামারির পরিস্থিতিতে আমরা অন্যান্য দেশের পাশেও দাঁড়াতে পারি। সেই জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুত করতে হবে। এবং ওষুধ প্রস্তুতও করতে হবে’। বুশ ছাড়াও আগত এই মহামারির বিষয়ে বারাক ওবামাও সতর্ক করেছিলেন। এমনকি মার্কিন সেনাও এই মহামারির বিষয়ে তারা জানত। কিন্তু তারাও কোন প্রতিরোধক ব্যবস্থা নেয়নি। যার দ্বারা প্রমাণিত হচ্ছে আমেরিকার বিশিষ্ট ব্যক্তিরা এই ভাইরাসের সংক্রমণের আশঙ্কা করেও সতর্ক হননি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর