সুখবরঃ কোভিশিল্ডের পর এবার দাম কমল কোভ্যাকসিনেরও

বাংলাহান্ট ডেস্কঃ দাম কমল কোভ্যাকসিনেরও (covaxin)। পূর্বেই কোভিশিল্ডের দাম কমানোর বিষয়ে জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট। এবার সেই পথেই হাঁটল ভারত বায়োটেক। আজই কোভ্যাকসিনের দাম কমানোর ঘোষণা করল ভারত বায়োটেক।

পূর্বে কোভ্যাকসিনের দাম ছিল ৬০০ টাকা প্রতি ডোজ। এবার ২০০ টাকা কমিয়ে ৪০০ টাকা করা হল। অর্থাৎ এবার থেকে রাজ্য সরকার ৪০০ টাকার বিনিময়ে কিনতে পারবে কোভ্যাকসিন। দাম কমায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষজন।

ei samay 5

 

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেন, হাসপাতালের বেডের সংকটের পাশাপাশি ভ্যাকসিনেরও সংকটও দেখা দিয়েছিল বেশকিছু জায়গায়। সকাল থেকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার পরও খালি হাতেই ফিরতে হয়েছিল অনেককেই। এবার ধীরে ধীরে বিভিন্ন দেশ নানারকম করোনা প্রতিষেধক প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করছে ভারতকে। বন্ধু দেশের মত পাশে দাঁড়িয়েছে ভারতের।


Smita Hari

সম্পর্কিত খবর