বিয়ের মরশুমে ফের দাম বাড়ল সোনা-রুপোর! প্রতি গ্রাম কিনতে গেলে করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ক্রমশ ওঠানামা লেগেই রয়েছে। তবে, বুধবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে। মূলত, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX Gold Rate) সোনার দামে উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এছাড়া রাজধানীর বুলিয়ন বাজারেও সোনার দাম বেড়েছে। এমতাবস্থায়, বিয়ের মরশুমের আগে এই দাম বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।

The price of gold and silver rose again during the wedding season

MCX-এ সোনা ও রুপোর দাম: বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.০৬ শতাংশ বৃদ্ধির সাথে প্রতি ১০ গ্রামে ৬১,২৬০ টাকায় পৌঁছেছে। এছাড়া রুপোর দাম ০.০৬ শতাংশ বেড়ে প্রতি কেজিতে ৭৩,৩৪৮ টাকা হয়েছে।

আরও পড়ুন: চমকাবে রাজ্যের ভাগ্য! কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হিরের খনির খোঁজ শুরু বিজ্ঞানীদের

দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে: বুধবার দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৬২,২০০ টাকা হয়েছে। পাশাপাশি, আগের ট্রেডিং সেশনে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬২,১৫০ টাকা। যদিও, রুপোর দাম প্রতি কেজিতে ৭৬,৪০০ টাকায় স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের! এভাবে করুন আবেদন

গ্লোবাল মার্কেটে দাম কেমন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উভয় ধাতুই গ্লোবাল মার্কেটে শক্তিশালী ছিল। সোনার দাম ছিল ১,৯৯৯ ডলার প্রতি আউন্স এবং রুপো দাঁড়িয়েছে ২৩.৭০ দলের প্রতি আউন্সে। এদিকে, ফিউচার মার্কেটে, MCX-এ সোনার ডিসেম্বর চুক্তি ১৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৬১,২৪৪ টাকা হয়েছে। পাশাপাশি, রুপোর ডিসেম্বর ডেলিভারি চুক্তি প্রতি কেজি ৮১ টাকা কমে ৭৩,২৩৩ টাকা হয়েছে।

The price of gold and silver rose again during the wedding season

এইভাবে জেনে নিন সোনার দাম: আপনি বাড়িতে বসেই সোনার দাম চেক করতে পারেন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী, আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩-এই নম্বরে মিসড কলের মাধ্যমে সোনার দাম জানতে পারেন। আপনি যে নম্বর থেকে মেসেজ করবেন সেই নম্বরেই এই সংক্রান্ত মেসেজ পাবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর