নতুন বছরে মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস! বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই সামনে এসেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। যার তিন রাজ্যেই দেখা গেছে গেরুয়ার দাপট। যার মধ্যে মরুরাজ্য রাজস্থানের (Rajasthan) জয় ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। নির্বাচনের আগে কংগ্রেস বনাম বিজেপির (BJP) টক্কর ছিল সমানে সমানে। আর এবার জয় হাসিল করার পরেই রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে বড় ঘোষণা রাজস্থান সরকার (Government Of Rajasthan)।

এর আগে এপ্রিল মাসে কংগ্রেস সরকার জানায়, বছরে ১২ সিলিন্ডার মিলবে ৫০০ টাকা করে। এদিকে নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তেহারে দাবি করে, ভোটে জিতলে  সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম কমানো হবে। সেই সময় কংগ্রেসের পাল্টা দাবি ছিল তারা ক্ষমতায় আসলে রান্নার গ্যাসের দাম হবে সিলিন্ডার পিছু ৪০০ টাকা করে।

এই নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই রাজস্থানের আসন জিতে নেয় বিজেপি। এবং নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথেই গ্যাসের দাম ৫০ টাকা কমিয়ে ৪৫০ টাকা করার সিদ্ধান্ত নেয় রাজস্থান সরকার। অর্থাৎ কংগ্রেস আমলে যে সিলন্ডার কিনতে খরচ হত ৫০০ টাকা এখন সেই সিলিন্ডার মিলবে ৪৫০ টাকায়।

আরও পড়ুন : ‘রাম মন্দির’ নির্মাণে নজিরবিহীন উদাহরণ সিয়ারামের! সর্বস্ব বিক্রি করে দান করলেন ‘১ কোটি টাকা’

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন বিজেপির দলীয় নেতা জন সিং এক সাক্ষাৎকারে বলেন, পণ্ডিত দিন দয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়া আদর্শের হাত ধরে ইস্তেহারে লেখা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে কেন্দ্র। এরপর গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা হতেই তিনি জানিয়েছেন, ‘এই প্রতিশ্রুতি পূরণের সময় এখন শুরু হয়েছে।’

আরও পড়ুন : ‘প্রিয় বন্ধুকে দেখে খুশি হব’, মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ পুতিনের! দিলেন বিশেষ বার্তাও

এই গোটা বছরেই গ্যাসের দামে ভালোরকম ওঠানামা দেখা গেছে। চলতি মাসের পয়লা তারিখে অর্থাৎ ১ ডিসেম্বরও খানিক বৃদ্ধি দেখা গেছিল রান্নার গ্যাসের দামে। যদিও মাসের শেষলগ্নে আবার তা কমের দিকেই। কিছুদিন আগেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্র। এক ধাক্কায় দাম কমেছে ৩৯.৫ টাকা। যদিও গার্হস্থ্য এলপিজির দাম এখনও অপরিবর্তিত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর