বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে রীতিমত জর্জরিত সকলে। তার পাশে রান্নার গ্যাসের দামও ক্রমশ বাড়ছে। যার ফলে, একপ্রকার আগুন লেগেছে গৃহস্থের হেঁসেলে। এমতাবস্থায়, এবার গ্রাহকদের জন্য রয়েছে একটি খুশির খবর। জানা গিয়েছে যে, দিল্লির তেল-তৈলবীজের বাজারে সয়াবিন, পামোলিন এবং তুলাবীজের তেলের দামে উন্নতি হয়েছে।
পাশাপাশি, গত শুক্রবার রাতে শিকাগো এক্সচেঞ্জের দর বেড়েছে প্রায় ১.৫ শতাংশ। একই সঙ্গে সরবরাহেও এর প্রভাব স্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সর্ষের সরবরাহও এবারে বিপুল হারে বেড়েছে। গত শুক্রবার যেখানে ৫ লক্ষ বস্তা সর্ষে সরবরাহ করা হয়েছিল, শনিবার তা বেড়ে ৭ লক্ষ বস্তায় পৌঁছেছে। এই কারণে সর্ষের দাম প্রতি কুইন্টালে ২৫ টাকা কমেছে। অন্যদিকে, একাধিক গণমাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশে রবিবার সর্ষের তেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৫৭ টাকা। যেখানে গত বছর সর্ষের দাম সর্বোচ্চ ২১০ টাকায় পৌঁছে গিয়েছিল।
অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী এটা স্পষ্ট যে, বর্তমানে সর্ষের তেলের দাম ৫০ টাকারও বেশি হারে কমেছে। পাশাপাশি, আগামী সপ্তাহেও এই দামের পতনের ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কেবল সর্ষের তেলের দামই নয়, তার পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে চিনাবাদাম তেলের দামও। বাজারে এই তেলের চাহিদা কমে যাওয়ায় দাম হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে।
একনজরে দেখে নিন বাজারে কুইন্টাল প্রতি বিভিন্ন তেলের দাম:
সর্ষের তৈলবীজ- কুইন্টাল প্রতি দাম ৭,৫০০-৭,৫৫০ টাকা (৪২ শতাংশ শর্ত মূল্য)।
চিনাবাদাম- কুইন্টাল প্রতি দাম ৬,৭২৫-৬,৮২০ টাকা।
চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাট)- কুইন্টাল প্রতি দাম ১৫,৭৫০ টাকা।
চিনাবাদাম সলভেন্ট রিফাইন্ড তেল- ২,৬১০টাকা-২,৮০০ টাকা প্রতি টিন।
সর্ষের তেল দাদরি- প্রতি কুইন্টালে দাম ১৫,০০০ টাকা।
সর্ষের তেল পাক্কি ঘানি- প্রতি টিন ২,৩৭৫-২,৪৫০ টাকা
সর্ষের তেল কাচ্চি ঘানি- প্রতি টিন ২,৪২৫-২,৫২৫ টাকা।
তিল তেল মিল ডেলিভারি- কুইন্টাল প্রতি দাম ১৭,০০০-১৮,৫০০ টাকা।
সয়াবিন অয়েল মিল ডেলিভারি দিল্লি- কুইন্টাল প্রতি দাম ১৫,৭৫০ টাকা।
সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর- কুইন্টাল প্রতি দাম ১৫,৪০০ টাকা
সয়াবিন তেল ডেগাম, কান্ডালা- কুইন্টাল প্রতি দাম ১৪,১০০ টাকা।
সিপিও এক্স কান্ডালা- কুইন্টাল প্রতি দাম ১৩,৮০০ টাকা।
কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা)- কুইন্টাল প্রতি দাম ১৪,৮৫০ টাকা।
পামোলিন আরবিডি, দিল্লি- কুইন্টাল প্রতি দাম ১৫,৩৫০ টাকা।
পামোলিন এক্স-কান্ডালা- প্রতি কুইন্টালে দাম ১৪,২৫০ টাকা। (GST ছাড়া)
সয়াবিন দানা- প্রতি কুইন্টালে দাম ৭,৬২৫-৭,৬৭৫ টাকা,
লুজ সয়াবিনের দাম ৭,৩২৫-৭,৪২৫ টাকা।