বাংলা হান্ট ডেস্কঃ মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম কমল রান্নার গ্যাসের ( Liquefied Petroleum Gas)। আজ পয়লা জুলাই থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। তবে তাতে আম জনতার সরাসরি কোনো সুবিধা হল না। কারণ কেবল বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হচ্ছে। আগে এই সিলিন্ডার কিনতে শহর কলকাতায় গ্রাহকদের ব্যয় করতে হত ১,৭৮৭ টাকা। তবে এবার তা কমে হল ১,৭৫৬ টাকা। অর্থাৎ সিলিন্ডার প্ৰতি দাম কমেছে ৩১ টাকা।
মুম্বই, চেন্নাই ও দিল্লিতেও কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। এই তিন জায়গাতেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩১ টাকা করে। মুম্বইতে আগে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম ছিল ১৬২৯ টাকা, আজ থেকে ৩১ টাকা দাম কমে হয়েছে ১৫৯৮ টাকা। চেন্নাইতেও জুন পর্যন্ত ১৯ কেজি বানিজ্যিক গ্যাস নিতে পকেট থেকে দিতে হত ১৮৪০.৫ টাকা। এবার ৩১ টাকা কমে হয়েছে ১,৮০৯.৫ টাকা।
রাজধানী দিল্লিতেও ৩০ টাকা কমে এখন প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়ছে ১,৬৪৬ টাকা। তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামে হেরফের হয়নি। অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি। উল্লেখ্য, গত মাসেও বেশ কিছুটা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
আরও পড়ুন: রাতে ঘুমোতে পারছেন না! অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনবেন প্রধান বিচারপতি
ওদিকে রাজ্যে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)। পশ্চিমবঙ্গে লিটারপ্রতি পেট্রলের দাম ১ টাকা ১ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ১ টাকা বেড়ে লিটারপ্রতি ৯১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ পয়সায়। আজ পয়লা জুলাই থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। কেবলমাত্র এ রাজ্যেই জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে। পেট্রল পাম্প মালিক সংগঠনের মতে রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে।