৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে এই জনপ্রিয় স্টকের দাম! আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার শেয়ার বাজারে (Share Market) ক্রয়ের পরিবেশ পরিলক্ষিত হয়েছিল। সেই আবহেই, IRB ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপারস লিমিটেডের শেয়ারে বিক্রির প্রবণতা দেখা যায়। সপ্তাহের শেষ ট্রেডিং দিনে, শেয়ারটির দাম ১.১৫ শতাংশ কমে ৪১.৩২ টাকায় বন্ধ হয়। এদিকে, ব্রোকারেজ CLSA এই শেয়ারের প্রতি আশাবাদী এবং শেয়ারটির আউটপারফর্মেন্স রেটিং বজায় রেখেছে। এছাড়াও, ব্রোকারেজ অনুমান করেছে যে, এই শেয়ারের দাম ৭০ শতাংশেরও বেশি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার বাজারে (Share Market) বাড়তে পারে এই স্টকের দাম:

টার্গেট প্রাইস কত: IRB ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপারস লিমিটেডের শেয়ারের টার্গেট প্রাইস হল ৭২ টাকা। ২০২৫ সালে এখনও পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ কমেছে। ব্রোকারেজের মতে, কোম্পানির তৃতীয় ত্রৈমাসিকের টোল তথ্য স্পষ্টভাবে দেখায় যে চলতি অর্থবর্ষে টোল গ্রোথ এখনও পর্যন্ত ১০ শতাংশে পৌঁছেছে। যেখানে প্রথম ত্রৈমাসিকে এটি ছিল ৮ শতাংশ।

The price of this popular stock may increase in the share market.

এদিকে, ভারী বর্ষা সত্ত্বেও এই উন্নতি ঘটেছে। নভেম্বর মাসে IRB-র টোল আদায়ে গত বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এই অর্থবর্ষে কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়েতে টোল বৃদ্ধি দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে IRB-র InvIT অ্যাসেট থেকে টোল আয় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: SBI-র কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর! সোমবার থেকে হতে চলেছে এই বড় পরিবর্তন

ব্রোকারেজ কী জানিয়েছে: CLSA-এর মতে, কৌশলগত ইকুইটি বিনিয়োগের পর IRB ইনফ্রা ৬ টি অ্যাসেট জিতেছে। যার মধ্যে সর্বশেষ ৩ টি মিড-টু-হাই-টিন IRR (অভ্যন্তরীণ রিটার্ন হার) প্রদান করতে পারে।

আরও পড়ুন: মেসি ইভেন্টে কেন ব্যর্থ কলকাতা? প্রতারিত দর্শকদের নিয়ে পতাকা ছাড়াই ক্রীড়া দফতর অভিযানের প্রস্তুতি সুকান্তর

CLSA আরও বলেছে যে সরকার অ্যাসেট মনিটাইজেশনের জন্য ৩০ বিলিয়ন ডলারের পাইপলাইন পরিকল্পনা করছে এবং IRB টোল-রোড ডেভেলপারদের মধ্যে তার কম-লিভারেজযুক্ত ইনভিট ব্যালেন্স শিটের সঙ্গে ভালো অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে, ৭ জন অ্যানালিস্ট ইনফ্রাকে কভার করেন। যার মধ্যে ৫ জন ‘বাই’ রেটিং এবং ২ জন ‘হোল্ড’ রেটিং দিয়েছেন।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।