করোনার বিরুদ্ধে লড়াইয়ে গরীবদেরই অগ্রাধিকার দিলেন প্রধানমন্ত্রী মোদী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ইস্যুতে নানা সময় বিরোধীদের থেকে নানারকম আক্রমণ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) দিকে। কখনও চিকিৎসা পরিকাঠামো নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করেছে বিরোধীরা, কখনও আবার ভ্যাকসিন ইস্যু। তবে এসবের মধ্যে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের পাল্টা দিতে করোনাকেই অস্ত্র করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৮০ কোটির বেশি ভারতীয় বিনামূল্যে রেশন পেয়েছেন শুধুমাত্র করোনা আবহেই। যার মধ্যে মধ্যপ্রদেশের মানুষ রয়েছেন পাঁচ কোটির বেশি- এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

narendra modi

ভার্চুয়াল মাধ্যমে মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার উপভোক্তাদের সঙ্গে শনিবার সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সেখানে তাঁদের বলেন, ‘এই করোনা আবহে গোটা দেশে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে ৮০ কোটিরও বেশি মানুষকে। বিনামূল্যে রান্নার গ্যাস পেয়েছেন ৮ কোটির বেশি মানুষ। পাশাপাশি প্রায় ২০ কোটিরও বেশি মহিলার জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে মোট ৩০ হাজার কোটিরও বেশি টাকা’।

পাশাপাশি মোদী জি আরও বলেন, ‘গত একশো বছরের মধ্যে এই সময় মানুষ সবথেকে বেশি বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। এই করোনা আবহে সকলকে নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব মেনে চলা- সবকিছুই পালন করতে হবে। ”ভোকাল ফর লোকালে” জোর দিয়েছে বর্তমান সরকার। আর সরকারের এই উদ্যোগকে সফল করতে, উৎসব মরশুমে হস্তশিল্পের উন্নয়নে হাতে তৈরি জিনিস কিনুন’।

বিভিন্ন সময়ে বিরোধীদের নানা আক্রমণের পাল্টা দিলেও, এবার বিরোধীদের কথার বাণেই বিদ্ধ করে করোনা প্রসঙ্গ তুলে ধরলেন মোদী জি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেও কেন্দ্র সরকার গরীব মানুষকেই অগ্রাধিকার দিয়েছে বলে দাবী করলেন তিনি।
Smita Hari

সম্পর্কিত খবর