বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে যাতায়াতকারীদের জন্য এবার আগামী মাসেই আসতে চলেছে এক বিরাট সুবিধা। মূলত, দেশের সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সম্পর্কিত এই খবর আপনাকেও খুশি করবে। ইতিমধ্যেই ২০১৯ সালে চালু হওয়া দু’টি বন্দে ভারত ট্রেন ১৪ লক্ষ কিলোমিটারের যাত্রা শেষ করেছে। এই আবহে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, আগামী মাসেই অর্থাৎ আগস্টে বন্দে ভারতের আপগ্রেডেড সংস্করণের চালু করা হবে।
৭৫ টি হাই স্পিড বন্দে ভারত ট্রেন চালানো হবে:
মূলত, গন্তব্যে কম সময়ে পৌঁছনোর ক্ষেত্রে এবং ভালোভাবে যাত্রার সুবাদে বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের কাছে পছন্দের হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দেশে এবার একগুচ্ছ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে ভারতীয় রেলওয়ে ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি উচ্চ-গতির বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বর্তমানে, মাত্র দু’টি বন্দে ভারত ট্রেন নয়াদিল্লি থেকে কাটরা এবং নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলছে।
বন্দে ভারতের দু’টি আপগ্রেডেড সংস্করণ আসবে:
এই প্রসঙ্গে গান্ধীনগরে অবস্থিত Entrepreneurship Development Institute of India (EDII)-তে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, আপাতত বন্দে ভারত এক্সপ্রেসের দু’টি আপগ্রেডেড সংস্করণ আসছে। পাশাপাশি, দ্বিতীয় আপগ্রেডেড সংস্করণটি পরের মাসে অর্থাৎ আগস্টের মধ্যে ট্র্যাকে পৌঁছে যাবে। যেখানে তৃতীয় আপগ্রেডেড সংস্করণ আসতে কিছুটা সময় লাগবে।
সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২২০ কিমি:
পাশাপাশি, রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে, বন্দে ভারতের আপগ্রেডেড সংস্করণটি বর্তমান ট্রেনগুলি থেকে অনেকটাই উন্নত হবে। সর্বোপরি এখন বন্দে ভারতের সর্বোচ্চ গতি হল প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার। এমতাবস্থায়, এর দ্বিতীয় আপগ্রেডেড সংস্করণের সর্বোচ্চ গতি হবে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তৃতীয় সংস্করণটির গতিবেগ হবে প্রতি ঘন্টায় ২২০ কিলোমিটার। এমতাবস্থায়, এই দু’টি ট্রেন যে রুটেই চলুক না কেন, সেই যাত্রা খুব কম সময়েই সম্পন্ন করা যাবে।
প্রতি মাসে ৫ থেকে ৬ টি বন্দে ভারত ট্রেন আসবে:
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, যেহেতু সরকার ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে ৭৫ টি বন্দে ভারত ট্রেন ট্র্যাকে চালানোর পরিকল্পনা করেছে, এমন পরিস্থিতিতে, ২০২২ সালের আগস্ট থেকেই প্রতি মাসে ৫ থেকে ৬ টি বন্দে ভারত ট্রেন নিয়ে আসা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭৫ টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
এমতাবস্থায় জানিয়ে রাখি, আগামী সময়ে, ইন্টারসিটি, শতাব্দী এবং জনশতাব্দীর মত ট্রেনগুলির বদলে বন্দে ভারত সংশ্লিষ্ট রুটে চালু করা হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন বন্দে ভারত অনেকগুলি অত্যাধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত হবে। জানা গিয়েছে, বর্তমানে ট্রেনের সাসপেনশন ধাতু দিয়ে তৈরি হয়েছে। এদিকে, বন্দে ভারতের দ্বিতীয় আপগ্রেডেড সংস্করণে এয়ার স্প্রিং বসানো হবে। আর এই এয়ার স্প্রিং-এর সহায়তায় ট্রেনের সফর আরও আরামদায়ক হয়ে উঠবে।