ধর্ষকের বুকে ২৫ বার ছুরির আঘাত, দীর্ঘ ১৫ বছরের অত্যাচারের বদলা নিল যুবতী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ছুরি দিয়ে অযিভুক্তের বুকে ২৫ বার আঘাত করে নিজেই আত্মসমর্পণ করলেন যুবতী। ভোপালের (Bhopal) এই সাংঘাতিক ঘটনায় প্রথমটায় সকলে অবাক হয়ে গেলেও, পরবর্তীতে সমস্ত ঘটনা নিজেই জানায় যুবতী। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন ওই মহিলা।

নিজের উপর অত্যাচার, নির্যাতন আর সহ্য করতে পারছিলেন না বছর ৩১ -এর ভোপাল নিবাসী এক যুবতী। তাই রাগের বশে নিজেকে বাঁচাতে এই কাজ করেছে সে। এমনটা জানিয়েছেন। ওই যুবতী পুলিশকে জানিয়েছেন- তাঁর যখন ১৬ বছর বয়স, সেই সময় থেকেই তারই প্রতিবেশি ব্রিজভূষণ শর্মা গুনা এলাকায় তাঁকে ধর্ষণ করে। সেই ২০০৫ সাল থেকে এখনও অবধি একই কাজ করে চলেছিল ওই লোকটা।

যুবতী আরও জানায়, সেইসব কর্মকান্ডের ভিডিও করে রেখে তাঁকে ব্ল্যাকমেলও করত ব্রিজভূষণ শর্মা। সেই কারণে ভয় পেয়ে গিয়ে পরিবারকে কিছুই জানাতে পারেনি সে। বর্তমানে যুবতী দুই সন্তানের মা হয়ে গেলেও, তাঁর পিছু ছাড়ে না ওই ব্রিজভূষণ। তাঁর স্বামীর পোস্টিং ডিউটি হওয়ার সুবাদে ওই যুবতীর বাড়িতে গিয়েও তাঁকে ধর্ষণ করত ব্রিজভূষণ।

ঘটনার দিন আবারও নিজের নোংরা মানসিকতা চরিতার্থ করতে ওই যুবতীর বাড়িতে যায় ব্রিজভূষণ। সেই সময় যুবতীর দুই সন্তানই ঘুমাচ্ছিল। নিজেকে বাঁচানোর চেষ্টা করেও অপারক হয়ে সে। শেষে রান্নাঘর থেকে ছুরি এনে ব্রিজভূষণের বুকে বসিয়ে দেয় ওই যুবতী। নিজের দীর্ঘ ১৫ বছরের রাগ, কষ্টের বহিঃপ্রকাশ ঘটাতে এক নাগাড়ে ২৫ বার আঘাত করে তাঁর বুকে। খুন করে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসম্পর্ণ করেন।

X