প্রাপ্তন নাইট তারকা জানিয়ে দিলেন কী উপায়ে সুষ্ঠুভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে।

এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এক বড়োসড়ো থাকা বসিয়েছে। আর এই করোনা ভাইরাসের কারণে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া মাটিতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। আগামী 18 ই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু তার আগে উদ্বেগ বাড়াচ্ছে এই করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন এই বছরের মতো বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হতে পারে অর্থাৎ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। কিন্তু বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হোক কিংবা স্থগিত করে দেওয়া হোক এর কোনোটাই চাই না অজি স্পিনার ব্র্যাড হগ। সেই কারণেই তিনি এক অভিনব প্রস্তাব দিলেন যার জন্য সহজেই বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা ব্র্যাড হগ বিশ্বকাপ অন্য কোনো সময়ে করার প্রস্তাব দিচ্ছেন না, তিনি জানিয়েছেন যাতে যে কোন প্রকারে হোক সঠিক সময় যাতে বিশ্বকাপ শুরু হয়। সেই কারণে হগের মতে বিশ্বকাপ শুরু হওয়ার এক থেকে দেড় মাস আগে বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রত্যেকটা দলের ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফদের অস্ট্রেলিয়ায় উড়িয়ে আনা উচিত। তবে তার আগে অবশ্যই তাদের নিজেদের দেশে তাদের করোনা পরীক্ষা করাতে হবে।

CD4u4ZXUkAANEY

প্রত্যেকটা ক্রিকেটার অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর তাদের সবাইকে 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো উচিত। তারপর ফের সকলের পরীক্ষা করা উচিত তারপরে তাদের সকলকে মাঠে অনুশীলন করতে দেওয়া হবে। এছাড়াও হগ জানিয়েছেন ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবে না, এক ফিল্ডিং থেকে আরেক ফিল্ডিং এর ক্ষেত্রে দু- একটা নিয়ম আনলেই হবে। এইসব পরিকল্পনার মধ্যে দিয়ে যাতে বিশ্বকাপ দেখা থেকে কোন ভাবেই বঞ্চিত না হন ক্রিকেটপ্রেমীরা তাই মাঠে আসতে না পারলেও সকলেই যাতে বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ দেখতে পারেন সেটাই চান ব্র্যাড হগ।

Udayan Biswas

সম্পর্কিত খবর