বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে, প্রেমের (Love) টান হল বড় টান। অর্থাৎ, প্রেমে পড়লে রীতিমতো দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেন সবাই। কিন্তু, এবার আমাদের রাজ্য থেকেই এমন একটি ঘটনা সামনে এসেছে যেটি শোনার পর রীতিমতো হুঁশ উড়ে যাবে সকলের। জানা গিয়েছে, পরপর ৬ জন প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে রীতিমতো রেকর্ড তৈরি করে ফেললেন ৪৫ বছরের এক বিবাহিতা মহিলা। হ্যাঁ, প্ৰথমে শুনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি ৩০ বছরের এক যুবকের সাথে পালিয়ে যান ওই মহিলা। আর তারপরেই পুরো ঘটনাটি সামনে এসেছে। এদিকে, প্রেমিকের সাথে স্ত্রী পালিয়ে যাওয়ায় আপাতত সাহায্যের আশায় রয়েছেন অসহায় স্বামী। ইতিমধ্যেই, নদীয়ার বগুলার মিলননগরের ওই বাসিন্দা রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির কাছে পুরো বিষয়টি জানান। আর তারপরেই ওই সমিতির পক্ষ থেকে বিষয়টিতে হস্তক্ষেপ করা হয়।
এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা হাঁসখালি থানার ভৈরবচন্দ্রপুরের এক যুবকের সাথে দুর্গাপুজোর সময়ে পালিয়ে যান। তারপর থেকেই তাঁর সাথে আর যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, ওই মহিলার এক মেয়ে এবং ছেলে রয়েছে। মেয়েটি দ্বাদশ শ্রেণিতে পড়ে। এমনকি, ওই মহিলা পালিয়ে যাওয়ার সময়ে নগদ ৮০ হাজার টাকা সহ কিছু গয়নাও সঙ্গে নিয়ে যান। এমতাবস্থায়, ওই অসহায় স্বামী তাঁর স্ত্রীকে এখন ফিরে পেতে চান।
উল্লেখ্য যে, এই পুরো ঘটনায় ওই যুবকের বাবা-মায়েরও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে, যুবকের মা প্রথমে জানিয়ে দেন যে, ওই ঘটনার পর থেকে তাঁর ছেলের সাথে আর যোগাযোগ নেই। যদিও, পরবর্তীকালে তিনি জানান, ওই মহিলা এবং যুবক গুজরাটে রয়েছেন। শুধু তাই নয়, ওই যুবকের বাবা জানান, ছেলে এবং ঐ মহিলা ফিরে এলে তাঁরা বিষয়টিকে মেনে নেবেন।
এমতাবস্থায়, দীর্ঘদিন যাবৎ তাঁরা এভাবেই বাড়ির বাইরে রয়েছেন। যদিও, এতকিছুর পরেও স্ত্রীকে ফিরে পেতে চান অসহায় স্বামী। আর সেই কারণেই রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির দ্বারস্থ হন তিনি। পাশাপাশি, মায়ের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন তাঁর মেয়েও। এদিকে, ওই গৃহবধূর বারংবার প্রেমিকদের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।